ঠিকানা রিপোর্ট : বিশ্বজুড়ে চলছে ইনফ্লাশন। এ কারণে মানুষের পক্ষে দৈনন্দিন জীবনের খরচ চালানো কঠিন হয়ে গেছে।
এ অবস্থায় সবাই চেষ্টা করছেন কোনো রকমে জীবন চালিয়ে নিতে। অনেকেই পেরে উঠছেন না। কিন্তু এখানে স্বল্প আয়ের এবং অন্যান্য মানুষ যাতে সমস্যায় না পড়েন এবং সন্তানসন্ততি নিয়ে সুষম ও পুষ্টিসমৃদ্ধ খাবার খেতে পারেন, সেই বাস্তব অবস্থা বিবেচনা করে সরকার স্ন্যাপের সুবিধা বাড়িয়েছে। এর ফলে মানুষ আগে যে পরিমাণ অর্থ স্ন্যাপে খাবার কেনার জন্য পেতেন, এখন তার চেয়ে একটু বেশি পাবেন। যারা আবেদন করতে চান, তাদেরকে অবশ্যই তার ইনকামের লিমিট দেখে নিতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, স্ন্যাপ মানুষের টেবিলে স্বাস্থ্যকর খাবার রাখতে সাহায্য করতে পারে। অনুমোদিত খুচরা খাদ্য, দোকানে খাবার কেনার জন্য স্ন্যাপ মাসিক সুবিধা ব্যবহার করা যেতে পারে। তবে অনেক কিছুই আছে, যেগুলো স্ন্যাপে কেনা যাবে না। শুধু অনুমোদিত খাদ্যপণ্য কিনতে হবে। সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ) ইলেকট্রনিক সুবিধা প্রদান করে, যা খাদ্য কেনার জন্য নগদ অর্থের মতো ব্যবহার করা যেতে পারে। স্ন্যাপের অধীনে নিম্ন আয়ের কর্মজীবী মানুষ, প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী এবং অন্যরা তাদের পরিবারকে খাবার কিনতে সাহায্য করে। স্ন্যাপ পাওয়ার জন্য যারা আবেদন করেন, তাদের যোগ্যতা এবং সুবিধার স্তর পরিবারের আকার, আয় এবং অন্যান্য কারণের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো একটি ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (ইবিটি) কার্ডের মাধ্যমে স্ন্যাপের সুবিধা প্রদান করা হয়। কেউ স্ন্যাপের যোগ্য হলে তার জন্য একটি ইবিটি অ্যাকাউন্ট সেট আপ করা হবে এবং প্রতি মাসে সুবিধা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে। ইবিটি কার্ডের তথ্যে বলা আছে, কত সদস্যবিশিষ্ট পরিবার হলে কত ডলার পাওয়া যাবে। বলা হচ্ছে, একজনের জন্য ২৮১ ডলার, দুজনের জন্য ৫১৬, তিনজনের জন্য ৭৪০, চারজনের ৯৩৯, পাঁচজনের ১ হাজার ১১৬, ছয়জনের জন্য ১ হাজার ৩৩৯, সাতজনের জন্য ১ হাজার ৪৮০, আটজনের জন্য ১ হাজার ৬৯১ এবং এর বাইরে প্রত্যেক অতিরিক্ত সদস্যের জন্য ২১১ ডলার। স্ন্যাপের স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে গত ১ অক্টোবর থেকে এই অর্থ অনুমোদন করা হয়েছে।
কোনো ব্যক্তি কিংবা তার পরিবারের সদস্যরা স্ন্যাপ পাবেন কি না, এটি দেখার জন্য স্ন্যাপ যোগ্যতা এবং সুবিধার পরিমাণ নির্ধারণ করার জন্য আবেদনকারীর পরিবারের জন্য স্ন্যাপ বাজেট গণনা করতে হবে। যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, যদি আয় (পরিবারের আকারের ওপর ভিত্তি করে) চার্টের পরিমাণের চেয়ে কম বা সমান হয়, তাহলে স্ন্যাপের সুবিধার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য হতে পারেন। পরিবারের আকার অনুযায়ী মাসিক কিংবা বার্ষিক আয় হিসাব করা হয়। পরিবারের সদস্য একজন হলে মাসে আয় ১ হাজার ৪৭৩ ডলার, বছরে আয় ১৭ হাজার ৬৭৬ ডলার; দুজনের ১ হাজার ৯৮৪ মাসে, ২৩ হাজার ৮০৮ বছরে; তিনজনের সদস্য হলে মাসে ২ হাজার ৪৯৫ ডলার ও বছরে ২৯ হাজার ৯৪০ ডলার; চারজনের আয় মাসে ৩ হাজার ৭, বছরে ৩৬ হাজার ৮৪; পাঁচজনের হলে ৩ হাজার ৫১৮ মাসে, বছরে ৪২ হাজার ২১৬; ছয়জনের মাসে আয় ৪ হাজার ২৯, বছরে ৪৮ হাজার ৩৪৮; সাতজনের হলে ৪ হাজার ৫৪১ মাসে আয়, বছরে ৫৪ হাজার ৪৯২; আটজনের মাসে ৫ হাজার ৫২, বছরে আয় হতে হবে ৬০ হাজার ৬২৪ ডলার, প্রত্যেক অতিরিক্ত ব্যক্তির জন্য ইনকামে যোগ হবে মাসে ৫১২ ডলার ও বছরে ৬ হাজার ১৪৪ ডলার।
যারা নতুন করে আবেদন করছেন না আগে থেকেই পেয়ে আসছেন, তাদের রিনিউ করার জন্য আবেদন করতে হবে। মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে এ জন্য নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি পূরণ করে নিতে হবে। সেই সঙ্গে ইন্টারভিউয়ের জন্য শিডিউল করতে হবে। ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসের মাধ্যমে এটি করতে হবে। ইন্টারভিউতে অবশ্যই অংশ নিতে হবে। ইন্টারভিউ হওয়ার পর প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হলে সেটি দিতে হবে।