অঙ্ক এবং পঠন স্কোরের আদৌ অগ্রগতি হয়নি

ঠিকানা রিপোর্ট: অঙ্ক এবং পঠন স্কোরের উন্নয়ন সাধনে সিটির বিদ্যালয়গুলো আবারও ব্যর্থ হয়েছে। জাতীয় পরীক্ষা ফলাফলের প্রতিবেদন থেকে ১৫ এপ্রিল এ তথ্য জানা গেছে।
দ্য ২০১৭ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অব এডুকেশনাল প্রগ্রেস (জাতীয় শিক্ষা অগ্রগতি মূল্যায়ন) থেকে জানা যায় যে ২০১৫ সালের তুলনায় সিটির ছাত্রÑছাত্রীদের অঙ্ক এবং পঠন স্কোর মূলত অপরিবর্তিত রয়ে গেছে। ২০১৫ সালেই সর্বশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। লক্ষ্যণীয়, সমগ্র দেশের শিক্ষার্থীদের কর্মকান্ড ও অর্জনের সঠিক মান নির্ধারণের ক্ষেত্রে অ্যাসেসমেন্টকে মানগত পরীক্ষার সর্বাধিক গ্রহণযোগ্য এবং সেরা নির্ণায়ক হিসেবে বিবেচনা করা হয়। চতুর্থ গ্রেডারদের পঠন স্কোর পূর্বাপর অপরিবর্তিত রয়ে গেছে। ৫০০ পয়েন্ট স্কেলে চতুর্থ গ্রেডাররা পঠন পরীক্ষায় গড়ে ২১৪ স্কোর পেয়েছে। আর চতুর্থ গ্রেডারদের অঙ্কের স্কোর আগের তুলনায় কিছুটা কমেছে। ২০১৫ সালে তাদের অঙ্কের গড় স্কোর ছিল ২৩১। এবার তা কমে ২২৯ হয়েছে। আগের বছরগুলোতে অসুবিধেগ্রস্ত এবং কৃষ্ণকায় ও হিস্পানিক ছাত্রÑছাত্রীরা অন্যদের তুলনায় পিছিয়ে ছিল।
স্কুল চ্যান্সেলর রিচার্ড কারানজা বলেন, স্কোর থেকে প্রতীয়মান হচ্ছে যে পরিস্থিতির উন্নয়ন একান্তই অপরিহার্য। কারানজা বলেন, অঙ্কের পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের যা অর্জন করার দরকার ছিল তার চেয়ে তারা অনেক পিছিয়ে আছে। প্রাথমিক অঙ্কের জন্য আমরা সহসা প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্পোট (পেশাগত উন্নয়ন সমর্থন) বাড়াচ্ছি। ২০১৭ সালে জাতীয় পর্যায়ে চতুর্থ গ্রেডারদের অঙ্কের গড় স্কোর হচ্ছে ছিল ২৩৯। আর নিউইয়র্ক সিটি ছাড়া নিউইয়র্ক স্টেটের অন্যান্য অঞ্চলের চতুর্থ গ্রেডারদের অঙ্কের গড় স্কোর জাতীয় গড় স্কোরের সমান বলে জানা গেছে।
একইভাবে ২০১৭ সালে জাতীয় পর্যায়ে চতুর্থ গ্রেডারদের পঠনের গড় স্কোর হচ্ছে ছিল ২২১। আর নিউইয়র্ক সিটি ছাড়া নিউইয়র্ক স্টেটের অন্যান্য অঞ্চলের চতুর্থ গ্রেডারদের পঠনের গড় স্কোর ছিল ২২৬।
নতুন চ্যান্সেলরের ঘোষণা: সিটির নতুন স্কুল চ্যান্সেলর রিচার্ড কারানজা শ্রেণীমানের অনোপযোগী এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চাহিদার প্রতি প্রয়োজনীয় আলোকসম্পাতের মাধ্যমে তাদেরকে শ্রেণীমানের উপযোগী করার উপর গুরুত্বারোপ করেছেন। বেডফোর্ড স্টাইভেস্যান্টস্থ ব্রুকলীন ব্রাইটার চয়েস কমিউনিটি স্কুলের মিউজিক ক্লাশে ঢোকার পর ৫১ বছর বয়স্ক কারানজা একটি গিটার হাতে তুলে নেন এবং ছাত্র-ছাত্রীদের গান গেয়ে শোনান। মেক্সিকান অভিবাসীর সন্তান কারানজা কৃষ্ণকায় ও হিস্পানিক এবং অভাবগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের চাহিদার প্রতি নজর রেখে কিছু সংখ্যক বিদ্যালয়ের জন্য বাড়তি তহবিল বরাদ্দেরও ইঙ্গিত দেন। মেয়র বিল ডি ব্লাসিয়োর বিতর্কিত রিনিউয়াল স্কুল প্রোগ্রামে প্রয়োজনীয় পরিবর্তন আসতে পারে বলে জানান। বিদ্যালয়ের অভ্যন্তরিণ পরিবেশের নিরাপত্তা বিধানে মেয়র বিল ডি ব্লাসিয়ো গৃহিত পদক্ষেপের ভ’য়সী প্রশংসা করেন চ্যান্সেলর কারানজা।