অঙ্গন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) যুক্তরাষ্ট্র শাখার আনন্দ সভা

ব্রঙ্কস ব্যুরো : ‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক মূল্যবোধ রক্ষার হাতিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী সংস্কৃতিমনা তরুণ-তরুণী মিলে সৃষ্টি করেছিলেন অঙ্গন নামে একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের। সেই থেকে তার পথচলা। সময়ের সাথে সাথে অঙ্গন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না তার ব্যাপ্তি ছড়িয়েছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে লন্ডন, আমেরিকা, কানাডায়। সেই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরো বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন ছিল যা কোনো না কোনো রাজনৈতিক দলের অধীন ছিল। বাংলার মুখ পরিচালিত হতো ছাত্রলীগের দ্বারা, কোমল সাংস্কৃতিক সংগঠনটি ছিল ছাত্রদলের, স্পন্দন ছিল ছাত্র ইউনিয়নের। এমনই আরো অনেক সংগঠন। একমাত্র অঙ্গনই ছিল সেই সাংস্কৃতিক সংগঠন যেখানে সবদলের অংশগ্রহণ এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ছিল। অঙ্গন মনে করে তারা একটি পরিবার। সময়ের সাথে সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্য সংগঠনগুলোর বিলুপ্ত হলেও অঙ্গন টিকে আছে একটি শক্তিশালী সংগঠন হিসেবে মাথা উঁচু করে। ২০১৫ সালে অঙ্গন সভাপতি বিশিষ্ট নৃবিজ্ঞানী, লেখক প্রফেসর ড. রহমান নাসির উদ্দীন এসেছিলেন যুক্তরাষ্ট্রে। তখন তিনি কবি ও লেখক ছন্দা বিনতে সুলতানকে অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র শাখার প্রধান করে একটি কমিটি গঠন করেন। সেই থেকে অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র শাখার ছাত্র-ছাত্রীরা বছরে একবার মিলিত হয় আনন্দ উৎসবে। গত ১২ মে অঙ্গনের এমন একটি আনন্দ উৎসব ও সভা অনুষ্ঠিত হলো জ্যামাইকায়। কবি ছন্দা বিনতে সুলতানের উদ্যোগে অনুষ্ঠানে আরো অংশ নেন অঙ্গনের শাহেদ, রোদেলা, কামরুল, সুষ্পা, হোসনা, কায়সার প্রমুখ।
অঙ্গনের সদস্যরা স্মৃতিচারণ করে ফিরে যায় বিশ্ববিদ্যালয়ে সেই দিনগুলোতে। নৈশভোজের পর কবি ছন্দা বিনতে সুলতান অঙ্গনের লোগো সম্বলিত পাঞ্জাবি এবং শাড়ি তুলে দেন উপস্থিত সবার মাঝে। গল্প, আড্ডায় কেটে যায় সময়।