
পথ হারিয়ে ফেলেছি কখন
জানি নে।
সখীরা কখন দল ছাড়া হলো
জানিনে।
কোথায় আমর গন্তব্য তাও
জানিনে।
পৃথিবীতে আমার আপনজন কারা
তাও জানিনে।
কি আমায় পথে নেমেছি
তাও জানিনে।
শুধু জানি এখনও হাঁটতে হবে
অনেক পথ;
নদীর গা এড়িয়ে,
প্রান্তরের ছায়া মাড়িয়ে,
নিশ্চুপ রাতের ছাউনি ডিঙিয়ে।
ঘুম ভেঙেছে সেই কখন
কিন্তু সূর্যের মুখতো দেখলাম না।
নাকি আমি অন্ধ হয়ে গেছি।
তবে যদি অন্ধই হবো
তো এতো দুঃখ দেখি কেন ?
হতাশা, ব্যর্থতা, প্রবঞ্চনাগুলো
কেন এতো দেখতে পাই।
পুরানো আনন্দগুলো
কেনো বিষাদে ডুবে যায়!
-ফিলাডেলফিয়া।