বরিশাল : স্বামীর অধিকার ফিরে পেতে জেলার বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ অধ্যক্ষের স্ত্রী তার প্রতিবন্ধী কন্যাকে নিয়ে গত ১৬ দিন ধরে কলেজে অবস্থান করছেন। স্ত্রীর আগমনের খবর পেয়েই গা ঢাকা দিয়েছেন অধ্যক্ষ প্রফেসর এস এম সফিউর রহমান। বিষয়টি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।
অধ্যক্ষের স্ত্রী ঢাকার তেজগাঁও থানার ভাটারা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমা সুলতানা জানান, দীর্ঘদিন পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মানসিক প্রতিবন্ধী এক মেয়ে ও পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে রয়েছে। তিনি আরও জানান, ২০০৫ সালের এপ্রিল মাসে তার স্বামী সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি শেখ লুৎফর রহমান আদর্শ কলেজে যোগদান করেন। এরপর সেখানে এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে তার বিয়ে হয়। এরপর থেকেই সে (সফিউর) তাদের খোঁজখবর নেয়া কমিয়ে দেয়। পরে ২০১৬ সালের ২১ জুলাই এস এম সফিউর রহমান বরিশাল সরকারি বিএম কলেজে ও সর্বশেষ সম্প্রতি সময়ে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি নিয়ে তিনি (সফিউর) চাখার সরকারি ফজলুল হক কলেজে যোগদান করেন।
গত ৩ ফেব্রুয়ারি স্বামীর খোঁজে নাজমা সুলতানা তার মানসিক প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া সুলতানাকে নিয়ে চাখার কলেজে এলে অধ্যক্ষ এস এম সফিউর রহমান কৌশলে গা ঢাকা দেন। এরপর থেকে গত ১৬ দিন ধরে স্বামীর আগমনের আশায় কলেজের শিক্ষক মিলনায়তনের একটি কক্ষে নাজমা সুলতানা তার মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি তার স্বামীকে নিয়ে হারানো সুখের সংসার ফিরে পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ও প্রশাসনের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।