ঠিকানা ডেস্ক : আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন যতটা সম্ভব অনিয়মমুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
গত ১৪ জুলাই রাজধানীর বনানীতে সেতুভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এমন আহ্বান জানান। সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে আরও বলেন, ওয়াশিংটন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকারের অবস্থান জানতে চেয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত বার্নিকাট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথাও তারা বলেছেন। তারা বলেছেন, এই তিন সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে হোক।
ওবায়দুল কাদের জানান, গাজীপুরের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তারা বলেছেন। এ ছাড়া খুলনা সম্পর্কেও মন্তব্য করেছেন। সামনের নির্বাচনগুলো যতটা সম্ভব অনিয়মমুক্ত করার জন্য তারা সরকারের অবস্থান জানতে চেয়েছেন।
সেতুমন্ত্রী জানান, তিনি রাষ্ট্রদূতকে বলেছেন, সরকার বরাবর একই অবস্থানে আছে। অনিয়ম যেখানে, সেখানেই নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশন যদি আরও অন্য অনিয়মের বিষয়ে তদন্ত করতে চায়, সেটাও করবে। সামনের নির্বাচনগুলো যেন আরও ভালো হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনই নজর দিতে পারে। সরকার এ ব্যাপারে সব রকমের সহযোগিতা করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হবে। রাষ্ট্রদূতকে বলেছি, এ ব্যাপারে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাদের পর্যবেক্ষকদেরও স্বাগত জানানো হবে। তারা যত পর্যবেক্ষক পাঠাতে চান কিংবা অন্য দেশ থেকে যত পর্যবেক্ষক আসুক- কোনো বাধা নেই।
তিনি বলেন, রাষ্ট্রদূত গাজীপুর সিটি নির্বাচন নিয়ে যে বিষয়টি বলেছেন, সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত। আমি বিষয়টাকে এমনভাবে বলেছি, আমাদের দেশের জনগণের মধ্যে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। কিংবা বন্ধুত্বের মধ্যে কোনো ধরনের ফাটল যেন না ধরে।
এর আগে থেকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সমালোচনা করে আসছিলেন ওবায়দুল কাদেরসহ মন্ত্রিসভার সদস্যরা। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি নেই। রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের সীমান্ত খুলে দিয়েছেন, তখন সারাবিশ্বে মানবতার জননী হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রেরও এতে সমর্থন আছে- এটা শক্তি ও সাহসের বিষয়।
আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের ব্যাপারে মন্ত্রী বলেন, তারাও তো আমাকে বলছেন যে, বিএনপি নির্বাচনে আসবে। কাজেই এখানে অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহ কিংবা সংশয় আছে বলে মনে করি না। সরকার কোনো বাধা দেবে না।