
ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির অপরাধ দমনে শিগগিরই মোতায়েন করা হচ্ছে রোবট পুলিশ বা রোবোকপ। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস গত ১১ এপ্রিল মঙ্গলবার টাইমস্কোয়ারে সংবাদ সম্মেলনে তিনটি নতুন রোবট পুলিশিং প্রযুক্তি পরিচয় করিয়ে দিয়েছেন। এগুলোকে এনওয়াইপিডিতে যুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে নতুন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এ.আই.) অফিসাররা টাইমস স্কয়ার ও গুরুত্বপূর্ণ অন্যান্য এলাকায় টহল দেবে। চলতি গ্রীষ্মে টাইমস স্কোয়ারে টহল শুরু করার জন্য একটি জিপিএস ডার্ট ও আরেক রোবট অফিসারসহ ৪০০-পাউন্ড ওজনের কয়েকটি রোবোটিক কুকুরের একটি বহর ঘোষণা করেছেন এনওয়াইসি মেয়র অ্যাডামস।
এ সময় তিনি বলেন, পুলিশিংয়ে রোবট ব্যবহার সম্পর্কে অনেকেরই আপত্তি আছে। তাই আমরা দেখব- এই পরীক্ষামূলক প্রোগ্রামগুলো সঠিকভাবে কাজ করে কিনা। এনওয়াইসি প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পছন্দ করলে এরপর অনেক পুলিশ বিভাগ এবং সম্ভবত রাজ্য পুলিশ তাদের বাহিনীতে এই প্রযুক্তি যুক্ত করবে।
পুলিশ কমিশনার কিচেন্ট সিউয়েলকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন মেয়র এরিক অ্যাডামস বলেন, যারা প্রযুক্তিগত অগ্রগতির বিরোধিতা করেছেন তাঁদের সংখ্যা খুবই নগণ্য। অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহারে নিউইয়র্ক সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে।
পুলিশ কমিশনার বলেছেন, নিউইয়র্ক সিটিই প্রথম আঙ্গুলের ছাপ নিয়ে অপরাধী সনাক্ত করেছে।
মেয়র অ্যাডামস বলেছেন, প্রযুক্তিগত অগ্রগতির এখানেই শেষ নয়। তিনি নিজে প্রুযক্তিপ্রেমী উল্লেখ করে বলেন, এটাই শেষ নয়। সামনে আরও অনেক কিছু আসছে।
নিউইয়র্ক সিটিতে এখন কে-৫ নামের ডিজিট্যাল কুকুর অপরাধীদের সনাক্ত করবে। দাঙ্গা হাঙ্গামা সম্পর্কে আগাম প্রস্তুতির কথা জানাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর প্রযুক্তি। সীমিত আকারে প্রথমে চালু হলেও দ্রুতই সিটির অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির এমন ব্যবহার ব্যাপক হবে বলে মনে করা হচ্ছে। প্রথম প্রথম সাবওয়ে প্লাটফর্ম এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় কে-৫ ডিজি ডগ দেখা যাবে। শুরুতে একজন এটেন্ডেন্টকে রাখা হয়েছে। পরে স্বয়ংক্রিয়ভাবেই এ ডিজিট্যাল কুকুর অপরাধ দমনে পুলিশের মতো কাজ করতে পারবে। মেয়র জানান, কে-৫ রোবটের সাথে কোনো অস্ত্র থাকবে না। এপসের মাধ্যমে প্রকৃত পুলিশদল সহজেই কে-৫ এর তথ্য অনুসরণ করে পদক্ষেপ ও প্রতিক্রিয়া জানাতে পারবে।
রোবোকপ চলচ্চিত্রটি ১৯৮৭ সালে মুক্তি পায়। এর ৩০ বছরেরও বেশি সময় পরে রোবট পুলিশ একটি বাস্তব জিনিস। হয়তো সিনেমার মতো নয়, তবে তা সত্ত্বেও বাস্তব। আমেরিকা এবং সারা বিশ্বে বছরের পর বছর ধরে রোবট পুলিশ বিভিন্ন দক্ষতায় ব্যবহৃত হয়ে আসছে।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবার আইন প্রয়োগকারী সংস্থা একটি রোবটকে ব্যবহার করে। পাঁচজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করায় সন্দেহভাজন এক ব্যক্তিকে মারার জন্য ডালাস পুলিশ বিভাগ বিস্ফোরক ডিভাইসে সজ্জিত একটি বোমা নিষ্ক্রিয়কারী রোবট ব্যবহার করে।