অপূর্ব-নাবিলার ‘সংসার’ শুরু

আয়নাবাজি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে টিভি নাটকে খুব কমই দেখা যায়। ভালো গল্প এবং চরিত্রের অনুসন্ধানে থাকেন তিনি। তেমন কিছু মিললেই তাকে দেখা যায় নাটকে। তার কাছে ঠিক তেমনি খুউব ভালোলাগার গল্প মনে হয়েছে নাটক ‘সংসার’কে।
নাটকটির গল্প রচনা, চিত্রনাট্য এবং নির্দেশনা দিচ্ছেন এই সময়ের আলোচিত নাট্যনির্মাতা ‘বড় ছেলে’ খ্যাত মিজানুর রহমান আরিয়ান। গেল ১৮ জানুয়ারি থেকে রাজধানীর উত্তরায় ‘সংসার’ নাটকের শুটিং শুরু করেছেন নাবিলা।
এতে তার বিপরীতে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘সংসার’-এর গল্পে আমি দেখানোর চেষ্টা করব একটি আদর্শ দম্পতি কেমন হয়। তানভীর এবং ইরা সুখী দম্পতি। তাদের দাম্পত্য জীবনের গল্পটা কোনো সংঘাতের গল্প নয়। শুধুই ভালোবাসার গল্প। পরিচালক জানান, নাটকে তানভীর চরিত্রে অভিনয় করছেন অপূর্ব এবং ইরা চরিত্রে নাবিলা। ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে।