অপেক্ষা

মামুন জামিল :

পরাধীনতার শক্ত শিকল ছিঁড়বে বলে
যুদ্ধে খোকা গিয়েছিল একাত্তরে,
দৃপ্ত শপথ নিয়েছিল সদলবলে
‘স্বাধীনতা আনতে হবে দেশের তরে’!

নয়টি মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
ফিরল সবে লাল-সবুজের নিশান হাতে
স্বাধীন দেশে যুদ্ধজয়ী বীরের বেশে
বাংলা মায়ের বিছিয়ে রাখা আঁচলটাতে!

সবার ভিড়ে মা খুঁজে তার চোখের মণি
ঐ বুঝি আজ আসছে খোকা হাসিমুখে
‘জয় বাংলা’Ñআকাশ ফুঁড়ে উঠছে ধ্বনি
কখন খোকা পড়বে এসে মায়ের বুকে?

ফিরল না তো মায়ের বুকে প্রাণের খোকা
আজও থাকে মনটা মায়ের প্রতীক্ষাতে
রাত্রি গভীর জোছনা ঝরে থোকা থোকা
ঘুম আসে না মায়ের চোখে অপেক্ষাতে!

এখনো মা ঝাঁপসা চোখে দৃষ্টি ফেলে
দাওয়া থেকে মূল সড়কে একটু দূরে
ঐ বুঝি তার এল খোকা, সোনার ছেলে
শিশিরভেজা ঘাস মাড়িয়ে স্নিগ্ধ ভোরে!