অফ ব্রডওয়ে মঞ্চে হারুন ও গার্গি

ঠিকানা রিপোর্ট : বাংলাদেশি আমেরিকান শায়ক মিশা চৌধুরী এবার ম্যানহ্যাটানের অফ ব্রডওয়ে মঞ্চে আনছেন দ্বিভাষিক নাটক পাবলিক অবস্যানিটিজ। ১৫ ফেব্রুয়ারি বুধবার শুরু হয়ে টানা এক মাস চলবে প্রদর্শনী সোহো রেপ থিয়েটারে, যা শেষ হবে ২৬ মার্চ রোববার। এই নাটকে অভিনয় করেছেন প্রবাসের গুণী শিল্পী গোলাম সারওয়ার হারুন ও গার্গি মুখার্জীসহ পাঁচ বাঙালি।
গোলাম সারওয়ার হারুন ঠিকানাকে জানান, মিশা চৌধুরী নির্দেশিত পাবলিক অবস্যানিটিজ যৌথভাবে প্রযোজিত হবে সোহো রেপ এবং ন্যাশনাল এশিয়ান আমেরিকান থিয়েটার কোম্পানির ন্যাশনাল পার্টনারশিপ প্রজেক্টের উদ্যোগে। তিনি জানান, পাবলিক অবস্যানিটিজ নাটকে অভিনয় করছেন তাসনুভা আনান, দেবাশিষ রায় চৌধুরী, আবরার হক, গোলাম সারওয়ার হারুন, গার্গি মুখার্জি, নাফিস, জাকিম ও দান্তে পাওয়েল।
উল্লেখ্য, গোলাম সারওয়ার হারুন আমেরিকায় বাঙালিদের বিখ্যাত নাটকের গ্রুপ ঢাকা ড্রামার আর্টিস্টিক ডিরেক্টর, গার্গি মুখার্জিও ঢাকা ড্রামার আর্টিস্টিক ডিরেক্টর এবং লেখক, দেবাশিষ রায় চৌধুরী কলকাতায় বাদল সরকার থিয়েটার কোম্পানিতে প্রশিক্ষণ পাওয়া অভিনেতা আর তাসনুভা আনান বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপক।
ম্যানহ্যাটানের ৪৬ ওয়াকার স্ট্রিটে অবস্থিত সোহো-রেপ থিয়েটারে মঙ্গলবার থেকে রবিবার পাবলিক অবস্যানিটিজ মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, শনিবার হবে ম্যাটিনি শো দুপুর ২টায়। ১১ মার্চ শনিবার বিশেষ প্রদর্শনী হবে দুপুর ২টায়।
নাটকটি দেখতে টিকিট লাগবে। টিকেটের দাম ৩৫ ডলার। তবে ২১ থেকে ২৬ মার্চ ৪৫ ডলার। ২০ ডলারে রাশ টিকিট পাওয়া যাবে শো’র ৩০ মিনিট আগে। ৫, ১২, ১৯ মার্চ তিন রবিবারে টিকিটের দাম ৯৯ সেন্ট। আগে গেলে আগে পাবেন ভিত্তিতে কেবল বক্স অফিস থেকে সংগ্রহ করা যাবে। ওয়েবসাইটেও টিকিট পাওয়া যাবে।