অবশেষে আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই আইসিসি একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলছে। অবশেষে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে, ১২টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শীর্ষ ৯টিকে নিয়ে দুই বছর ধরে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সালের ১৬ জুলাই থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে এই চ্যাম্পিয়নশিপের খেলা এবং জুনের ১০ থেকে ১৪ তারিখ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। আইসিসি আপাতত ঠিক করেছে ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে আইসিসির বর্তমান র‌্যাংকিংয়ের শীর্ষ ৯ দল-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এই সময়কালে প্রতিটি দল তিনটি করে হোম ও তিনটি করে অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে কমপক্ষে দুটি এবং সর্বোচ্চ পাঁচটি টেস্ট থাকতে পারে। এই সিরিজের ও টেস্টের পয়েন্ট কিভাবে গননা করা হবেÑ সেটা অবশ্য এখনও ঠিক হয়নি।
এখনও চ্যাম্পিয়নশিপের খুঁটিনাটি অনেক বিষয়ই ঠিক হয়নি। যেগুলো আসলে আলোচনা হবে এই মাসের শেষে মুম্বাইতে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট কমিটির সভায়। আইসিসি ক্রিকেট কমিটি কতগুলো বিষয় চূড়ান্ত করবে। এর মধ্যে আছে, এই চ্যাম্পিয়নশিপে টস ব্যাপারটা আর না রাখা। স্বাগতিক দলের অত্যধিক সুবিধা কমাতে এটা করতে চায় আইসিসি। ক্রিকেট কমিটি আরো আলোচনা করবে চ্যাম্পিয়নশিপে দিবারাত্রির টেস্ট নিয়ে। কদিন আগে ভারত এডিলেডে দিবারাত্রির টেস্ট খেলতে অস্বীকৃতি জানিয়েছে। চ্যাম্পিয়নশিপে সেটা আর সম্ভব নয়। সিরিজে একটি দিবারাত্রির টেস্ট স্বাগতিক দেশ চাইলেই রাখতে পারবে। তবে সে ক্ষেত্রে সফরকারী দলকে কমপক্ষে দুই দিনের একটি দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ আয়োজন করে দিতেও বাধ্য থাকবে তারা। সিরিজে একের বেশি দিবারাত্রির টেস্ট রাখতে চাইলে, সেটা সফরকারীদের সম্মতি সাপেক্ষে করতে হবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে আইসিসি খুব কঠোর থাকতে চায় উইকেটের মান নিয়ে। ম্যাচ রেফারির উইকেটের রেটিং করার ব্যবস্থা তো থাকছেই। সেই সঙ্গে ম্যাচ রেফারি যদি কোনো উইকেটকে অত্যন্ত খারাপ মনে করেন, যেখানে খেলা চালানো সম্ভব না; সে ক্ষেত্রে শুরুতেই ম্যাচ বাতিল করে দেওয়া হবে। সেই সঙ্গে এই ম্যাচে সফরকারী দল জয়ী হয়েছে, এমন ধরে নিয়ে পয়েন্ট বণ্টন করা হবে।
পয়েন্টের বণ্টন নিয়ে অবশ্য এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আইসিসি। এটা নিয়ে ক্রিকেট কমিটি আলোচনা করবে। ম্যাচ প্রতি পয়েন্ট দেওয়া হবে, নাকি সিরিজ প্রতি পয়েন্ট দেওয়া হবে; এটাও এখনও চূড়ান্ত নয়। তবে আইসিসি তার ক্রিকেট কমিটিকে বলেছে, ড্রয়ের চেয়ে ম্যাচ জয় যেন বেশ এগিয়ে থাকে পয়েন্ট বণ্টনে, সেটা খেয়াল রাখতে। এমনকি খেলোয়াড়দের বাজে ব্যবহার ও সেøা ওভার রেটও পয়েন্ট বণ্টনে প্রভাব ফেলতে পারে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে সব খেলাই হবে পাঁচ দিনের। এর মধ্যে চার দিনের টেস্ট নিয়ে যে পরীক্ষা করা হয়েছে, তা এই চ্যাম্পিয়নশিপে থাকছে না।
সবশেষে প্রশ্ন থাকে যে, এই ৯ দলের বাইরের তিন দল এই সময়ে কী করবে? আইসিসি জানিয়ে দিয়েছে, এই তিন দল এফটিপি অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতায় সিরিজ খেলে যেতে পারবে। সেটা র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে; তবে ওই ম্যাচগুলো চ্যাম্পিয়নশিপে কোনো প্রভাব ফেলবে না।