ঠিকানা রিপোর্ট : পেমেন্ট বাড়ানোর দাবিতে নিউইয়র্ক সিটির উবার ও লিফট ড্রাইভাররা অনেকে আন্দোলন করেছেন। এর নেতৃত্ব দিচ্ছিল নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। অবশেষে এল সেই ভিক্টরি, পেমেন্ট বাড়ল উবার লিফট ড্রাইভারদের। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স এই পেমেন্ট বাড়ায়। সেই অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ১৯ জানুয়ারি থেকে উবার লিফট ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করতে চেয়েছিল টিএলসি কিন্তু উবারের মামলার কারণে তা সম্ভব হয়নি। উবার মামলায় জয়ী হওয়ায় টিএলসির সেই প্রক্রিয়া আটকে যায়। টিএলসি আবার নতুন করে উবার ও লিফট ড্রাইভারদের পেমেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ওপর শুনানি হয়। এরপর গত ৮ মার্চ বুধবার এটি ভোটে পাস হয়। এরপর এটি কার্যকর করার সিদ্ধান্ত দেয় টিএলসি। সেই হিসেবে ১৩ মার্চ থেকে এটি কার্যকর করার ঘোষণা আসে। অর্থাৎ ১৩ মার্চ থেকেই নিউইয়র্র্ক সিটির উবার ও লিফটের চালকেরা বাড়তি পেমেন্ট পাচ্ছেন। ন্যূনতম পেমেন্ট স্ট্যান্ডার্ডের জন্য বর্তমান ড্রাইভারদের বেতনের হার প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, এটি পর্যায়ক্রমে সামঞ্জস্য করা হবে এবং ১৩ মার্চ ২০২৩ থেকে কার্যকর হয়েছে।
এর মধ্যে নন-হুইলচেয়ারের এক্সেসেবল কার ভ্যাহিকেলের জন্য প্রতি ট্রিপে প্রতি মাইলে ড্রাইভাররা পাবেন ১.৩১৪ ডলার, প্রতি মিনিট পাবেন ০.৫৬৪ ডলার। হুইলচেয়ার এক্সেসেবেল গাড়িতে ট্রিপপ্রতি প্রতি মাইলে ১.৭০২ ডলার, প্রতি মিনিট ০.৫৬৪ ডলার। সিটির বাইরে গেলে স্ট্যান্ডার্ড রেটস অ্যাপ্লাই করা হবে। সিটির বাইরে নন-হুইলচেয়ার ভ্যাহিকেল হলে এটি প্রতি মাইল ১.৫২৩ ডলার, হুইলচেয়ার এক্সেসবল চেয়ার হলে প্রতি মাইলে পেমেন্ট হবে ১.৯৭৫, প্রতি মিনিটে ০.৬৫২।
ইতিমধ্যে টিএলসি নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স এবং নিউইয়র্কের উবার ও লিফট ড্রাইভারদের কাছে পাঠানো ইমেইলে এইচভিএফএইচভি ড্রাইভার বেতনের হারের ব্যাপারে বিস্তারিত জানিয়েছে। দেওয়া হয়েছে বিভিন্ন লিঙ্কও। তারা সেগুলো অনুসরণ করে জানতে পারবেন বিভিন্ন তথ্য। এ সম্পর্কে বিস্তারিত জানতে (৭১৮) ৩৯১-৫৫৩৯ নম্বরে কল বা [email protected] ই-মেইল করতে বলা হয়েছে।