অবশেষে দেখা দিলেন ওয়াশিংটনে ‘অদেখা প্রধানমন্ত্রী’

ওয়াশিংটন ডিসি : ওয়াশিংটন ডিসিতে আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ঠিকানা রিপোর্ট : প্রায় ৫ দিন নিউইয়র্কে ছিলেন ‘প্রবাসীবান্ধব’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কোনো সাধারণ প্রবাসী তাদের ‘প্রিয়’ প্রধানমন্ত্রীর দেখা পাননি। নিউইয়র্কে অদেখা রয়ে যান তিনি। এ নিয়ে ঠিকানায় গত ২৮ সেপ্টেম্বর বুধবারের সংখ্যায় ‘প্রবাসে অদেখা এক প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ প্রচার করে, যা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আর এর পরই বদলে যায় দৃশ্যপট। ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রায় প্রতিদিনই প্রবাসীদের দেখা দিয়েছেন ‘প্রবাসীবান্ধব’ প্রধানমন্ত্রী।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গত ১৯ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্র শেখ হাসিনা। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাধারণ পরিষদে ভাষণ দেন। ২৪ অক্টোবর শনিবার সকালে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। এদিনই তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভার্চুয়াল যোগ দেন। এরপর তিনি চলে যান ওয়াশিংটন ডিসিতে। ২ অক্টোবর রোববার পর্যন্ত মেট্রো ওয়াশিংটনের ভার্জিনিয়ার রিজ কার্লটন হোটেলে অবস্থান করেন প্রধানমন্ত্রী। এই হোটেলেই পরিবারের সঙ্গে সাদামাটাভাবে জন্মদিন পালন প্রধানমন্ত্রী। একান্তে সময় অতিবাহিত করেন পরিবারের সাথে।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে সাক্ষাতের সুযোগ দেন। পরদিন ২৮ সেপ্টেম্বর বুধবার হঠাৎ করে প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করেন। এই বার্তা দ্রুত পৌঁছে যায় সর্বত্র এবং দলে দলে সবাই ছুটে যান রিজ কার্লটনে। সেখানে ভাড়া করা হয় বলরুম। কয়েকশ নেতা-কর্মীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দেন। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে আক্ষেপ থেকে যায় সাধারণ প্রবাসীদের। কারণ তাদের সেখানে যাবার সুযোগ ছিল না। সাধারণ প্রবাসীদের মতে, নাগরিক সংবর্ধনা হলে প্রিয় প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ হয়। কিন্তু গত দুই বছর থেকে আর সে সুযোগটি হচ্ছে না।
উল্লেখ্য, ২ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ডিসির ডালাস এয়ারপোর্ট ছেড়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইট। বাংলাদেশ সময় ৩ অক্টোবর সোমবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি ঢাকার শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা থেকে লন্ডন যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ১৯ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্র শেখ হাসিনা।