অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : অবশেষে পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো। আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিসিবিকে গতকাল মঙ্গলবার মেইল করে সিদ্ধান্তটি জানিয়েছেন ডমিঙ্গো। তার পদত্যাগের বিষয়ে জালাল বলেছেন, ‘কাল রাতে সে আমাদের সিইওকে পদত্যাগের বিষয়টি মেইল করে জানিয়েছে। সঙ্গে বাংলাদেশ দলের প্রতি সে শুভকামনাও জানিয়েছে।’

দুই বছরের জন্য ২০১৯ সালের আগস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গো। পরে ২০২১ সালে সেই চুক্তি বাড়ানো হয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করার কথা ছিল দক্ষিণ আফ্রিকার কোচের। সেই দায়িত্ব পালনের আগেই সরে দাঁড়ালেন তিনি।

ডমিঙ্গোর অধ্যায় শেষ হওয়ায় নতুন কোচ খোঁজাও শুরু করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে আগামী সিরিজের আগেই নতুন কোচ পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল। তিনি বলেছেন, ‘অবশ্যই দেখতে পারবেন। যাদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যেই একজনকে দায়িত্ব দেওয়া হবে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নামটা বলতে চাইছি না।’

এদিকে রাসেল ডমিঙ্গো থাকাকালীনই বেশ কয়েকবার উচ্চারিত হয়েছিল বাংলাদেশের আরেক সাবেক কোচ শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহের নাম। তবে সেটা গুঞ্জনই থেকে গিয়েছিল। এখন রাসেল ডমিঙ্গো পদত্যাগের পর আবার খুব জোরেশোরেই উচ্চারিত হচ্ছে হাথুরুসিংহের নাম।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে সাদা বলের সিরিজ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

ঠিকানা/এনআই