অবশেষে মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসান

ঠিকানা অনলাইন : দীর্ঘ দিন পরে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পদধূলি। নিষেধাজ্ঞা কাটানোর পরে এই প্রথম স্টেডিয়ামে প্রবেশ করলেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবরে। সেই থেকে আর হোম অব ক্রিকেটে প্রবেশ করেন নি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। মাঝে এক মাস বিকেএসপিতে অনুশীলন করেছিলেন। অবশেষে মিরপুর স্টেডিয়ামে দেখা গেল সাকিবকে। ৩৭৫ দিন পর হোম অব ক্রিকেটে আসলেন তিনি।

নিষেধাজ্ঞার পর এবার সাকিবের মাঠে নামার পালা। তবে তার আগে সাকিবকে পাশ করতে হবে ফিটনেস পরীক্ষায়। দিতে হবে বিপ টেস্ট। তবে আজই বিপ টেস্টে হচ্ছেনা সাকিবের। আগামীকাল মঙ্গলবার বিপ টেস্ট দিবেন তিনি।

ঠিকানা/এমআরএম