অবসরের সংলাপ

গৌর বসাক

মায়াবী মোহজাল, ছায়াপথে
আবদ্ধ আলোর রেখা,
দখিন মলয়ের আহ্বান,
পূর্ণ তিথিতে সদা হাস্যমাখা।
দেহমনে অবসন্নতা,
অদৃশ্য বিবর্ণতার ছাপ।
প্রকৃতির বিবর্তন,
সময়ের সঙ্গী কালের অভিশাপ।
সময়ের গতিপথ
আগামীর আহ্বান।
বিশ্বচরাচরে নক্ষত্রের পতন,
অমোঘ নিয়মে বহমান।