অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ ব্রিটিশ মন্ত্রীর

ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : অবৈধ অভিবাসন বন্ধে নতুন এক বিল পাস করেছে ব্রিটিশ সরকার। যার আলোকে নৌকা দিয়ে আগত অভিবাসীদের দ্রুত সরিয়ে দেয়া হবে।

ভারতীয়-বংশোদ্ভুত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান ৭ মার্চ (মঙ্গলবার) অবৈধ অভিবাসন বিলের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

হাউস অব কমন্সে বক্তব্য দেয়ার সময় সুয়েলা বলেন, ‘তারা (অভিবাসীরা) এখানে আসা বন্ধ করবে না, যতক্ষণ না বিশ্ব না জানে যে আপনি যদি অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেন, তবে আপনাকে আটক করা হবে। দ্রুত আপনার দেশে ফিরিয়ে দেয়া হবে। এটি সম্ভব না হলে, রুয়ান্ডার মতো নিরাপদ তৃতীয় কোনো দেশে।’

তিনি দাবি করেন, নতুন এই বিলটি ঠিক তাই করবে। আমরা নৌকাগুলোকে তাই করবো। পাশাপাশি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে শক্তিশালী পদ্ধতির বিবরণ দেয়ার সময় নিজের অভিবাসী শিকড়ের কথাও তিনি উল্লেখ করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন এই আইনে অবৈধ অভিবাসীরা আদালতে কোনো আপিল জানাতে পারবে না, তাদের সেই অনুমতি দেয়া হবে না।

তিনি আরও জানান, নতুন এই আইনের আলোকে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের আসা ঠেকানোই এখন তার দায়িত্ব।

এ আইনের আলোকে বিচারিক কোনো প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে আসা ব্যক্তিকে ২৮ দিন পর্যন্ত আটক রাখা যাবে। এর মধ্যে সেই ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বা রুয়ান্ডাতে পাঠানো হবে। গত বছর শরনার্থীদের আশ্রয় দেওয়া সংক্রান্ত একটি চুক্তি রুয়ান্ডার সঙ্গে সাক্ষরও করেছে যুক্তরাজ্য।

নতুন আশ্রয়প্রার্থীদের আশ্রয় দানে অপারগতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০১৫ সাল থেকে আমরা প্রায় ৫ লাখ মানুষকে আশ্রয় দিয়েছি। এর মধ্যে হংকংয়ের ১ লাখ ৫০ হাজার মানুষ, ইউক্রেনের ১ লাখ ৬০ হাজার মানুষ এবং তালেবান থেকে পালিয়ে আসা ২৫ হাজার আফগান।’

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সানডে এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কোনো ভুল করবেন না। আপনি যদি অবৈধভাবে এখানে আসেন, থাকতে পারবেন না।’ সূত্র : এনডিটিভি

ঠিকানা/এসআর