অভিবাসন কোনো মানবাধিকার নয় : হাঙ্গেরি

বিশ্বচরাচর ডেস্ক : অভিবাসন কোনো মানবাধিকার নয় বলে দাবি করেছে হাঙ্গেরি। ইউরোপমুখী শরণার্থীদের হাঙ্গেরিতে স্থান দেয়ার বিষয়ে এটি ‘মৌলিক মানবাধিকার’ বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি ‘মিথ্যা’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেটার জিজারতো। এর জন্য সংস্থাটিকে তিনি চরমভাবে ভর্ৎসনাও করেছেন।

জিজারতো গত ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা স্বাধীন তবে তারা সত্য এড়াতে পারে না। ইউএনএইচআরসি’র কিছু কর্মকর্তা হাঙ্গেরির বিরুদ্ধে সর্বদা গুজব ছড়াচ্ছে ও বিষেদগার করছে বলেও তিনি দাবি করেন। কিছু কর্মকর্তা অবৈধ অভিবাসীদের দেশে ঢুকতে দেয়ার মতো বেশ কিছু অবাস্তব ও অবৈধ কাজে হাঙ্গেরিকে বাধ্য করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
এমনকি ‘অভিবাসন একটি মৌলিক মানবাধিকার’ এটি একটি স্পষ্ট মিথ্যা কথা বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত জুলাইতে হাঙ্গেরি অভিবাসন বিরোধী একটি আইন পাস করেছে। আইনটিকে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক সংস্থাটি অভিবাসন বিরোধী, শরণার্থী বিরোধী, ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধ বিরোধী ও সর্বপরি মানবাধিকার পরিপন্থী বলে দাবি করেছে। তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে দেশটি সংস্থাটির প্রতি এমন কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে।