ঠিকানা রিপোর্ট : অভিবাসন সংস্কারের দাবিতে সমাবেশ করেছেন আইনজীবীরা। নিউজাসি এবং সারাদেশের অভিবাসী আইনজীবীরা গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার ওয়াশিংটনে এই সমাবেশ করেন। তারা বছর শেষ হওয়ার আগে কংগ্রেসকে লেম-ডাক অধিবেশন চলাকালে অভিবাসন সংস্কারের আহ্বান জানিয়েছেন। বর্তমানে ফেডারেল ডাকা প্রোগ্রামে নথিভুক্ত তরুণ অভিবাসীদের (ড্রিমার) নাগরিকত্বের পথকে অগ্রাধিকার দিয়ে এই সংস্কার করার অনুরোধ জানান আইনজীবীরা।
গত ১৬ নভেম্বর বুধবার নিউজার্সির ডেমোক্র্যাটিক সিনেটর বব মেনেনডেজ ড্রিমারদের বিষয়ে অভিবাসন আইনে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দ্বিদলীয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মেনেনডেজ বলেন, ‘এ ব্যাপারে চূড়ান্তভাবে একটি পথ বের করার জন্য আমাদের দরকার রিপাবলিকানদের রাজনৈতিক সাহস ও সদিচ্ছা। এটি করার জন্য তাদের দলের অভিবাসী বিরোধী শাখাকে প্রত্যাখ্যান করতে হবে এবং যারা অতীতে টেবিলে আসতে ও একটি দ্বিদলীয় চুক্তির খসড়া তৈরি করতে ইচ্ছুক ছিলেন সেই সহকর্মীদের অনুসরণ করতে হবে।’