অভিবাসীদের দেশের প্রতিটি শহরে পাঠানো উচিত : মেয়র

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মার্কিন-মেক্সিকো সীমান্ত থেকে অভিবাসীদের ‘সমগ্র দেশজুড়ে’ প্রতিটি শহরে পাঠানো উচিত।
অ্যাডামস বলেন, আমাদের দেশে ১ লাখ ৮ হাজার নগর, শহর ও গ্রাম আছে। প্রত্যেকে অভিবাসীদের একটি ছোট অংশ করে নিলে একটি শহরের উপর তা বোঝা হয় না। বৈধ উপায়ে যারা এই দেশে আসছেন তাদের প্রকৃতপক্ষে সমগ্র দেশজুড়ে স্থানান্তরিত করা হয়েছে কি-না তা নিশ্চিত করার জন্য সীমান্তে সমন্বয় করা প্রয়োজন এবং সংখ্যাগুলো পরিষ্কার হওয়া দরকার। আমরা আমাদের শহরে ৭০ হাজারের বেশি অভিবাসী আশ্রয়প্রার্থী পেয়েছি, ৪২ হাজার এখনো আমাদের তত্ত্বাবধানে রয়েছে। সীমান্ত স্তরে সঠিকভাবে পরিচালনা করা হলে ব্যাপক অভিবাসন নীতি মোকাবেলায় শেষ পর্যন্ত কংগ্রেসের সমর্থন পাওয়ার সময় এই সমস্যাটি সমাধান করা যেতে পারতো।
হোয়াইট হাউস ও মেয়র অ্যাডামস অভিবাসী সংকট নিয়ে বেশ মাথা ঘামাচ্ছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের পুনর্নির্বাচন উপদেষ্টা বোর্ড থেকে সরে গেছেন নিউইয়র্ক সিটির মেয়র। সিবিএস হোস্ট মার্গারেট ব্রেনান ২১ মে রবিবার অ্যাডামসের কাছে জানতে চান, বিগ অ্যাপলে অভিবাসীদের আগমন মোকাবেলায় ফেডারেল তহবিলের অনুমিত ৩০ মিলিয়ন ডলার যথেষ্ট ছিল কিনা। অ্যাডামস বলেন, নিউইয়র্ক সিটি ইতিমধ্যে অভিবাসী সংকট মোকাবেলায় ১ বিলিয়নেরও বেশি ডলার ব্যয় করেছে এবং ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরে আরও ৪ বিলিয়ন ডলার তহবিল প্রয়োজন হবে।
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলো আশ্রয়প্রার্থীদের অভয়ারণ্যের অবস্থার কারণে অভিবাসীদের আকর্ষণ করছেÑ রিপাবলিকানদের এমন যুক্তিতেও পিছু হটলেন মেয়র।
অ্যাডামস বলেন, ‘সমস্যা হলো অনেক বছর ধরে রিপাবলিকানরা প্রকৃত অভিবাসন সংস্কার মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এটি একটি জাতীয় সমস্যা। টেক্সাসের এল পাসো, ব্রাউনসভিলসহ কোনো শহরেরই এর মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। আমি টেক্সাসের এল পাসোতে গিয়ে সেখানে কী ঘটছে তা দেখেছি। সেখানে আমি একই উদ্বেগ প্রকাশ করেছি। বিষয়টি শিকাগো, ওয়াশিংটন, হিউস্টন, ডেনভার ও নিউইয়র্ক সিটির জন্য যন্ত্রণাপূর্ণ হবে না। আমরা ফোকাস করতে চাই- কীভাবে আমরা বাস্তবভিত্তিক ব্যাপক অভিবাসন সংস্কার করতে পারি? এবং কীভাবে আমরা একটি প্রকৃত ডিকম্প্রেশন কৌশল পেতে পারি? আমরা যেসব চাকরি খুঁজছি সেসব ক্ষেত্রে কাজ করতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের কাজের মর্যাদা পেতে অনুমতি দেয়া আমাদের সত্যিই প্রয়োজন।
কয়েক শত প্রাপ্তবয়স্ক একক পুরুষ অভিবাসীকে আপস্টেটে এবং সম্ভবত কয়েক মাস ধরে হোটেলে থাকার জন্য লং আইল্যান্ডে বাসে করে পাঠানোর অ্যাডামস প্রশাসনের পরিকল্পনা আদালত থেকে বার বার ফিরিয়ে দেয়া হচ্ছে। বেশিরভাগ রিপাবলিকান নেতৃত্বাধীন এসব পৌরসভা জানায়, বিগ অ্যাপলে প্রক্রিয়া করা আশ্রয়প্রার্থীদের মোকাবেলা করার জন্য তাদের কাছে সম্পদের অভাব রয়েছে।