অভিমানী কবিতা

তুহীন বিশ্বাস :

ইদানীং কবিতারা বড্ড অভিমান করে;
শত সহস্র অভিযোগ নিয়ে হাজির হয়
শব্দগুলো নাকি আঘাত করে থিমে
ভাবনারা উসকে দেয় প্রজাতন্ত্রের শিরায়।

বর্ণমালার ব্যবহার নিষ্ঠুর হতাশাব্যঞ্জক;
পঙ্্ক্তিগুলো মুণ্ডুপাত করে প্রতিমুহূর্তে
ছন্দগুলো নিখোঁজ সংবাদের শিরোনাম
অভিমানী কবিতা সুইসাইড নোটে বন্দী।