আবদুল বাতেন :
বুকের ব্যাকুল রক্ত বিছিয়ে দিয়েছি
এসো-
এই রেড কার্পেট ধরে হেঁটে হেঁটে
অশ্রুফুল ছড়িয়ে রেখেছি চতুর্দিকে
এসো-
সুঘ্রাণ ও সৌন্দর্যে ভিজে অবেলায়
প্রশস্ত করেছি তিলে তিলে প্রতীক্ষাদহন
এসো-
স্বপ্নচারা, শ্মশান সময় ফুঁড়ে লহমায়
রাক্ষস অনলে নিশ্চুপে লাফিয়ে পড়েছি
এসো-
প্রিয় বিপ্লব, গনগনে হৃদয়োত্তাপ ছেনে।