স্পোর্টস ডেস্ক : গোলের পর সেজদা দিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন অমুসলিম কিউই ফুটবলার কস্তা বারবারোসেস। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের ব্রিসবেন রোয়ার-মেলবোর্ন ভিক্টরির মধ্যকার ম্যাচে। ম্যাচে দুটি গোল করেন নিউজিল্যান্ডের ২৯ বছর বয়সী উইঙ্গার কস্তা। তার দল জেতে ২-১ ব্যবধানে। ২৪তম মিনিটে প্রথম গোলটি করেন কস্তা। এরপর সোজা চলে যান মাঠের কোণায়। নামাজের সেজদার মতো ভঙ্গিমা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কস্তা জানান তার অভিনব প্রতিবাদ।
কস্তা বারবারোসেস একজন খ্রিস্টান। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে প্রার্থনারত মুসলিমদের ওপর হামলাকারীও খ্রিস্টান। সেজদা দিয়ে কস্তা তার ধর্মীয় ভাইদের অন্যায় ও ঘৃণ্য কাজের প্রতিবাদ জানালেন।
ম্যাচের পর তিনি বলেন, ‘সত্যি বলতে, আমার ভীষণ খারাপ লাগছে। পুরো ব্যাপারটা খুবই ভয়ানক। আমাদের জন্য ভীষণ আবেগের দিন। তাদের (হতাহত) কাছে এই সেজদা হয়তো কিছুই না। কিন্তু এটা বিশেষ কিছু।’