অরপি আহমেদের ‘মেমসাহেব’ আসছে আগামী বইমেলায়

নিউ ইয়র্ক : বাংলা একাডেমি আয়োজিত বইমেলা উপলক্ষে ২০১৯ সালে প্রকাশিত হতে যাচ্ছে অরপি আহমেদের উপন্যাস ’মেমসাহেব’। প্রকাশ করবে অনন্যা প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন বরেণ্য প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। উপন্যাসটি অরপি আহমেদের চব্বিশতম প্রকাশনা। এছাড়া একইবছর লেখকের আরো দুটি বই প্রকাশিত হবে। বইগুলো হচ্ছে- প্রেমের উপন্যাস ’পুড়ে যায় মন’ এবং কাব্যগ্রন্থ ’নীরব নদীর কান্না।’ এর আগে অরপি আহমেদের প্রেমের উপন্যাস, কবিতা, রম্যরচনা, শিশুতোষ গল্প, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, বিশ্বাসভিত্তিক উপন্যাস, সাইফাই-ফ্যান্টাসি, প্রেমপত্র ইত্যাদিসহ মোট ২২টি বই প্রকাশিত হয়েছে।
অরপি আহমেদ গত তিন দশক ধরে লেখালেখি ও সাংবাদিকতার সাথে জড়িত। অনলাইন সংবাদিকতার জগতে পথিকৃৎদের অন্যতম। সম্পাদকের দায়িত্ব পালন করছেন দুই যুগেরও বেশি সময়। পড়াশুনায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব সফটওয়ার সিস্টেম (এমএসএস) এবং ব্যবস্থাপনায় মাস্টার্স অব কমার্স (এমকম) ডিগ্রি লাভ করেন।
গীতিকবি হিসাবে আত্মপ্রকাশ করেন এ বছরই। প্রকাশিত হয় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে জাগরণের গান ‘বজ্রকণ্ঠে স্বাধীনতা।’ এছাড়াও গান ‘কাঁচের চুড়ি’সহ প্রকাশিত হয়েছে অসংখ্য গান। তার এসব গানে সুর ও কণ্ঠ দিয়েছেন- শফিক তুহিন, কিশোর দাস, রুমানা আকতার, বিবেক মজুমদার, তামান্না হক বর্ণাসহ আরো অনেক জনপ্রিয় শিল্পী। ২০১৯ সালের জানুয়ারি মাসে অরপি আহমেদ তার লেখা গান নিয়ে অডিও সিডি প্রকাশনার কাজেও হাত দিয়েছেন।
অরপি আহমেদের পিতা আলহাজ মরহুম আলহাজ জালাল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রাক্তন এমপি

তৎকালীন লাকসাম থানা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি এবং গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন।
বৃৃহত্তর লাকসামের সন্তান অরপি আহমেদ প্রবাসী লাকসামবাসীর কল্যাণে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম বৃহত্তর লাকসাম এসোসিয়েশন গঠন করেন। লাকসামকে জেলা ঘোষণার দাবি নিয়ে তিনি লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ গঠন এবং লাকসাম জেলা আন্দোলন বৃহত্তর লাকসামের সীমারেখা ছাড়িয়ে রাজধানী পর্যন্ত ছড়িয়ে দেন। ধীরে ধীরে লাকসাম জেলা আন্দোলন দেশের সীমানা পেরিয়ে প্রবাসেও জায়গা করে নেয়। এছাড়াও তিনি গঠন করেন বাংলাদেশ-আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (বাফি)। যার মাধ্যমে তিনি দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করে থাকেন। ২০১৪ সাল থেকে এ সংগঠনটি দেশের প্রত্যন্ত অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেতুবন্ধ তৈরি করে চলেছে নীরবে। ইন্টারনেট মিডিয়া পথিকৃৎদের অন্যতম অরপি আহমেদ সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার জন্য দেশের বাইরে নানা অ্যাওয়ার্ড লাভ করেন। বাংলা সাহিত্য ও বাংলা ভাষার এ কবি সাহিত্যিক বর্তমানে যুক্তরাষ্ট্রে তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে কমর্রত রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।