
হাসান রাজীব
সুরের মূর্ছনায় করুণ আরতি অরফিয়াসের
অরফিক রহস্যের ভেদে সে আজ অসীম
দেবতার দেয়া প্রতিশ্রুতি, মর্তের বাসনা, প্রিয়তমার মুখোছবি
কোনোটার কাছেই তুচ্ছ নয় পশ্চাদের দুর্নিবার আকর্ষণ।
কিন্তু ইউরিডিস, প্রিয়তমা আমার
জগতের সকল সম্মোহনী বীণার শফথ
তোমাকে ফিরে পাওয়ার জন্যই জমালয়ে আমার আগমন।
তুমি দেখে নিও ফিরিয়ে নিয়ে আমি যাবই তোমাকে
আমি এপোলোর ঔরস, ক্যালাওপিরের চোখের মণি
বনদেবী তুমি, তোমার সুউচ্চ আসনে সমাসীন করাই আমার আজন্ম প্রতিজ্ঞা
এই ধরিলাম অরফিয়াস বীণা।
আরগোনটে আমি হারিয়ে দিয়েছি সেরবীকে
এরপর আকাশ স্বর্গ মর্ত্য পাতাল সঁপে
অযাচিত তোমাকেই পেলাম
সে জয়ের বিজয় মুকুট তুমিই ছিলে রত্নমালা
সহস্রাব্দের মহাকাল পেরিয়ে
আমার বীজয় নিনাদ এতোটুকু টলেনি
তোমার সুদীপ্ত যৌবনের বারতায়।