অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো

ঠিকানা ডেস্ক : ক্রেডিট কার্ড ঋণ ক্রমবর্ধমান থাকা সত্ত্বেও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ৩৫টি বড় ব্যাংক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দ্য ফেডারেল রিজার্ভ এর বার্ষিক ‘স্ট্রেস টেস্ট’ পর্যবেক্ষণের মাধ্যমে এ ফলাফল পাওয়া গেছে।
আর্থিক মন্দা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যবেক্ষণ শুরু করে। সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ ব্যাংক অ্যাকাউন্টের পর্যালোচনা করে এমন সিদ্ধান্তে আসে। বিশ্বব্যাপী মন্দা মোকাবেলার ক্ষেত্রে ব্যাংকগুলোতে আর্থিক স্বচ্ছলতা ঠিক মতো আছে কি না তা যাচাই করার জন্যই এ পরীক্ষা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের চাপের ফলে বেকারত্বের হার ১০ শতাংশ পর্যন্ত বাড়বে পাশাপাশি মজুদ মূল্য ও সম্পদের মূল্য নিমজ্জিত হবে। ফেডারেল রিজার্ভের হিসাব অনুযায়ী ব্যাংকগুলোতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫৭৮ বিলিয়ন ডলার(৪৩৬ বিলিয়ন পাউন্ড) তবে তাদের ‘উচ্চ মানের মূলধন’ নূন্যতম ধারকের মধ্যে থাকবে বলেও ধারণা করে। মন্দাবস্থায় উচ্চ মানের মূলধনের এ ঝুঁকিপূর্ণ পতনের অনুপাত নূন্যতম ৪৫ থেকে ৭৯ হওয়ার কথাও তারা বলেন যা গত বছর ছিলো ৯২ এর থেকেও বেশি। এদিকে কেন্দ্রিয় ব্যাংক থেকে আরো বলা হয়েছে, ২০০৯ এর পর এটি অষ্টম নিরীক্ষণ যাতে মার্কিন ট্যাক্স এবং ক্রেডিট কার্ড ঋণের প্রতিফলন ঘটেছে। গত বছরের তুলনায় ব্যাংকগুলো আরোও গুরুতর মুনাফা মন্দার বিরুদ্ধে কাজ করবে বলেও তারা জানান। এই বসন্তের পর ব্যাংকগুলোতে ১০০ বিলিয়ন ডলার সম্পদ অব্যাহত থাকবে যা এর আগে ৫০ বিলিয়ন ডলার ছিলো। বিবিসি