অসুস্থ হয়ে হাসপাতালে রবি চৌধুরী

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

১২ অক্টোবর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন রবি। হাসপাতালের পোশাক পরা সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তিনি তা এখনো জানা যায়নি।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

প্রসঙ্গত, ক্যারিয়ারে রবি চৌধুরী অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাকও করেছেন এই শিল্পী।

ঠিকানা/এনআই