ঠিকানা অনলাইন : কিছুদিন ধরেই আর্চারিতে ভালো করছে বাংলাদেশ। সেই ভালো করার প্রতিদান দিল মো. সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া দল। এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ-৩ এ খালি হাতে ফিরতে হলো না বাংলাদেশকে। পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল। একই আসরের পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পদক জয় করেছে।
১০ জুন শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই ইভেন্টে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে খেলার শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম পর্যায়ের খেলা ৪-৪ সেটে ড্র হয়। পরে দলের প্রত্যেক সদস্য টাইব্রেকারে একটি করে তীর ছুড়লে ম্যাচের স্কোর হয় ২৯-২৭। এতে ৫-৪ সেটে ম্যাচটি বাংলাদেশের হয়।
বাজে ফর্মের কারণে অনেক দিন ধরে দলের বাইরে থাকা দিয়া সিদ্দিকী এ আসর দিয়ে ফিরেছেন। কিন্তু তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। এ ছাড়া দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা নিষেধাজ্ঞার কারণে এখনো দলের বাইরে।
ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে বাংলাদেশ দল অংশ নিলেও মাত্র একটি ইভেন্টে পদক পায় বাংলাদেশ। রোববার বিকেলে বাংলাদেশ দলের সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
ঠিকানা/এনআই