অস্ট্রেলিয়ায় ট্রাকচাপায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রাকচাপায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। ৮ মার্চ বুধবার স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে একটি ট্রাক তার সাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাজী আজরাফ এজাজ মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এজাজ তার মায়ের সঙ্গে অস্ট্রেলিয়া থাকতেন। তার বন্ধুরা জানান, এজাজ সকালে সাইকেল চালিয়ে বাসা থেকে জিমে যাচ্ছিলেন। পথিমধ্যে মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে পৌঁছালে একটি ট্রাক তার সাইকেলটিকে চাপা দেয়। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলেও তাকে বাঁচাতে পারেননি।

মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির সালাউদ্দিন আহমদ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ছেলেটার বাবা যখন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল, তখন আমার বলার মতো কোনো কিছু ছিল না।’

এজাজের এক প্রতিবেশী বাংলাদেশি মাহবুব স্মারক বলেন, ‌এজাজ আমাদের পরিচিত ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এজাজ। এরও আগে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক শেষ করেছিলেন তিনি। তার এই অকালমৃত্যু খুবই দুঃখজনক।

ঠিকানা/এনআই