ঠিকানা অনলাইন : অস্ট্রেলিয়ায় অধিনায়কদের মিলনমেলায় যোগ দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে । আইসিসি এবারই প্রথম সব অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। মেলবোর্নে শনিবার সকালে সেই আয়োজনে ছিলেন বাছাইপর্ব ও মূলপর্বে অংশ নেয়া ১৬টি দেশের অধিনায়কেরা।
অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়। ব্র্যাডম্যান-পন্টিংদের দেশে সেটি হচ্ছে ২ বছর পর।
আগামীকাল শ্রীলঙ্কা-নামিবিয়া এর মধ্যকার খেলা দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। বাছাইপর্বের খেলা ১৬ অক্টোবর থেকে শুরু করে চলবে ২১ অক্টোবর পযর্ন্ত এবং মূলপর্ব অর্থাৎ সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর থেকে সিডনিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচ দিয়ে।
সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। হোবার্টে প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে সাকিব-লিটনদের প্রথম প্রতিপক্ষ।
ঠিকানা/এসআর