অস্থিও : অস্থি না ঘিলু?

মোস্তফা কামাল : আজ এখানে, কাল সেখানে। এটা না সেটা। আগুন, নইলে বিস্ফোরণ। যেখানে রিক্সার টায়ার ফাটলেও নাশকতা বা নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান, ধরপাকড়, মামলা কতো কিছু। সেখানে এগুলো কেবলই দুর্ঘটনা! তাহলে অস্থিরতা কেন? কোথায়?
ঢাকার সায়েন্সল্যাব এলাকায় প্রিয়াঙ্গন মার্কেটের পাশের তিনতলা বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে ৩ জন নিহত, আহত প্রায় ৫০। পুলিশ, র‍্যাব, বোম নিষ্ক্রিয়করণ দলসহ কতো আয়োজন। শেষে জানানো হলো স্রেফ দুর্ঘটনা, নাশকতা নয়। হতাহতদের আত্মীয়-স্বজনদের আহাজারির মধ্যেই ওই এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। সিটি কলেজ কি চুপ থাকতে পারে?
পরে যোগ দেয় সিটি কলেজের শিক্ষার্থীরাও। কয়েক ঘণ্টাব্যাপী দফায় দফায় তিন কলেজের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লাশ পড়েনি। এটিও ঘটনা নয়। নাশকতা তো নয়ই। সংঘর্ষের পর থেকে নিউমার্কেট-মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, ঢাকা কলেজে ক্লাস বন্ধ করে দেওয়াও ঘটনা নয়। সংঘর্ষের সময় পুলিশ বিস্ফোরণের ঘটনাস্থলে ডগ স্কয়াড নিয়ে যেতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ইটপাটকেলে কুকুরগুলোর ভীত হয়ে পিছু হটাও ঘটনা নয়?
কিছু সময়ের ব্যবধানে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড. দুই হাজারের মতো ঘর পুড়ে যাওয়াও তেমন ঘটনা নয়। এ ঘটনায় কেউ মারা যায়নি। এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো রোহিঙ্গার ঘর পুড়ে যায়। সেই তুলনায় এটি ঘটনার মধ্যে পড়ে না। পঞ্চগড়ে কাদিয়ানিদের বাড়িঘর, দোকানপাটে হামলাও ঘটনা নয়? ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে বক্তার ওপর হামলা ও তার জিহ্বা কেটে নেয়ার চেষ্টাও না ঘটনা, না দুর্ঘটনা, না নাশকতা। তাহলে কী?
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৬-৭ জনের লাশ উদ্ধারও মামুলি হয়ে যাচ্ছে। এসব ঘটনায় কারো দায়ও নেই? বিগত কয়েক বছরে বড় ধরণের বিস্ফোরণের খবর গণমাধ্যমের শিরোনাম হয়েছে। শুরুতে নাশকতা-ষড়যন্ত্রের কথা বলা হলেও পরে দায়ী করা হয়েছে জমে থাকা গ্যাসকে। এতে কেউ দায়ীও নন?
এ ধরনের কয়েকটির দুর্ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। যে কটির তদন্ত প্রতিবেদন সামনে এসেছে, সেখানে বিস্ফোরণের পেছনে মূলত দায়ী করা হয়েছে ভবন বা প্রতিষ্ঠানের মালিককে। ঘটনার তদন্তে কর্তৃপক্ষের অবহেলা প্রকাশ্যে এলেও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ব্যবস্থা নেই কেন? তা স্থিরতা, না অস্থিরতা? নাকি বিচ্ছিন্ন ঘটনা বা মিডিয়ার বাড়াবাড়ি?
লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন, ঢাকা।