মোহসিনা জামান :
তুমি শুদ্ধ সূর্যাস্তের-
আধোজাগা প্রেমিক এক;
অনেকটুকু পথ ও বিহঙ্গের পর-
নিচু হয়ে পান করো প্রেমের শরীর।
করমচা পাকে ভেজানো স্তন
অথবা ঝুলন্ত দীর্ঘ বেণির
ধূসর ওই অস্থিসন্ধির ঘর
বৃষ্টির অনুসর্গ নিয়ে এগোবে;
দীর্ঘায়িত মোমঘর থেকে
এগিয়ে যাবে উত্তমাশা অন্তরীপে।
অভিযোজিত হিমসকাল ও
প্রলম্বিত ওই জলজ যাত্রার বিপরীতে
প্রেম এক অনিবার্য
আবৃত দশমিক ভগ্নাংশের।
তবে ক্রমাগত মেঘো স্রোতে হয়তো-বা
শহুরে সব অনুরোধ কিছু ভগ্নাংশে
খুঁজে পাবে নিত্যবৃত্ত অতীত।
এরপর হাঁটবে অক্ষত ক্রিয়াপদ
জলবিম্বেরা হবে ঊর্ধ্বমুখী,
হাঁটতে হাঁটতে সেগোভিয়া;
ঘ্রাণ, রক্ত, ওষ্ঠ অথবা ছায়া।
অনেক আকাশের প্রত্যক্ষদর্শী এক,
হয়তো আসবে সমুদ্র থেকে,
তারপর যথেষ্ট পরিমাণ প্রেম
পৃথিবীকে দিয়ে-
অলৌকিক সুতোয় বাঁধবে
রুপালি একটা মাদুলি।