অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত দেব

ঠিকানা অনলাইন : অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন টালিউড হার্টথ্রব নায়ক দেব। উড়িষ্যায় বাঘা যতীন ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। এর আগে গত সোমবার ‘প্রোজেক্ট কে’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পান অমিতাভ বচ্চন।

দেবের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে— ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাম চোখে চোট পান দেব। উড়িষ্যা থেকেই বাঘা যতীন টিমের সঙ্গে রঙিন গ্রুপ ছবি পোস্ট করে দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন দেব।

ছবিতে দেখা যায়, দেবের বাম চোখে সাদা পট্টি বাঁধা। তা দেখেই উদ্বিগ্ন ভক্তরা। পোস্টের কমেন্ট বক্সে একই প্রশ্ন সবার— দাদা তোমার চোখে কী হয়েছে?

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক অরুণ রায়ের ছবির অ্যাকশন দৃশ্যের শুট চলাকালীন দেব চোট পেয়েছেন। তবে চিকিৎসকের পরামর্শমতো এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি।

ঠিকানা/এসআর