ঠিকানা রিপোর্ট : এক্সিডেন্ট কেইসেস, মেডিক্যাল ম্যালপ্র্যাকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি অ্যাট ল’ ও আমেরিকাতে বাংলাদেশ ল’ সোসাইটির প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী নিউইয়র্ক তথা আমেরিকাতে ‘প্রবাস বন্ধু’ উপাধিতে ভূষিত হন। এ জন্য বাংলাদেশ ল’ সোসাইটির কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় গত ১২ জুন সোমবার রাত সাড়ে ৮টায় জ্যাকসন হাইটনের ইজটি চাইনিজ রেস্টুরেন্টের পার্টি হলে এক আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ জুনেলের সঞ্চালনায় বক্তারা অ্যাটর্নি মঈন চৌধুরীর সামাজিক ও ধর্মীয় কার্যকলাপের ভূয়সী প্রসংশা করেন।
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাডভোকেট কাজী সামসুদ্দোহা, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, অ্যাডভোকেট রুবিনা মান্নান, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক, প্রচার সম্পাদক জাহেদুল হক, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আকরাম খান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট সনিয়া ইসলাম ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট আশিক খান প্রমুখ।