অ্যাপভিত্তিক গাড়ির ভাড়া আপাতত বাড়ছে না

নিউইয়র্ক : টিএলসির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের দাবিতে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের ধর্মঘট।

ঠিকানা রিপোর্ট : টিএলসি অ্যাপভিত্তিক গাড়ির ভাড়া বাড়িয়েছিল। কিন্তু আদালত ভাড়া বাড়ানোর পক্ষে মত দেননি। ফলে আপাতত অ্যাপভিত্তিক গাড়ির ভাড়া বাড়ছে না। তবে আদালতের সিদ্ধান্তের বিপক্ষে টিএলসি আপিল করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার টিপু সুলতান বলেন, টিএলসি সিদ্ধান্ত দিয়েছিল ১৯ ডিসেম্বর থেকে অ্যাপভিত্তিক গাড়ির ভাড়া বাড়বে। কত বাড়বে, সেটাও তারা বলেছিল। কিন্তু ভাড়া বাড়ানোর বিষয়টি এখন কার্যকর হচ্ছে না। কারণ, টিএলসির সিদ্ধান্তের বিপক্ষে আদালতে মামলা করে উবার। ৬ জানুয়ারি আদালতে এ বিষয়ে শুনানি হয়। আদালত শুনানি শেষে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত দেন। টিপু সুলতান আরো বলেন, আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখন আমাদের নতুন করে কিছু করতে হবে। আশা করছি, টিএলসি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে এবং পর্যাপ্ত নথি-প্রমাণ দিয়ে ভাড়া বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। তবে টিএলসি আপিল না করলেও আমরা আন্দোলন চালিয়ে যাব।
তিনি বলেন, টিএলসির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের দাবিতে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে ৫ জানুয়ারি দ্বিতীয় দফায় আমরা উবারের অফিসের সামনে ধর্মঘট করেছি। এ সময় ভাড়া বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছি। সেখানে কয়েক শ ড্রাইভার আমাদের সঙ্গে যোগ দেন। এ ছাড়া ৯ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বৈঠক করেছেন ড্রাইভারদের সঙ্গে। সেখানে প্রয়োজনীয় সব বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে নতুন কর্মসূচি ঘোষণা আসবে। আমরা ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত রাখব।
টিপু সুলতান জানান, ২০২২ সালের শুরুতে ৫.৩ শতাংশ ভাড়া বেড়েছিল। এটি করা হয়েছিল ২০১৮ সালের বিধান অনুযায়ী। সেখানে বলা হয়েছিল, ইনফ্লাশনের কারণে ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতিবছর ইনফ্লাশনের রেট অনুযায়ী ড্রাইভারদের বেতন বাড়াতে হবে। এখন অনেক ড্রাইভারই মনে করছেন, ২০২২ সালে ভাড়া একবার বেড়েছে, এখন আবার কেন? ২০২২ সালে ইনফ্লাশনের জন্য ভাড়া বাড়ানো হয়েছিল, এটি তাদের জানতে হবে। টিএলসি যে ভাড়া বাড়িয়েছে, সেটি হলো সবকিছু বিবেচনা করে। আমাদের অ্যালায়েন্সের প্রধান আইনজীবী অ্যাটর্নি জোবিন সোলাইমান আদালতে সেদিন টিএলসির আইনজীবীর পাশাপাশি শুনানিতে অংশ নেন। তিনি ভাড়া বাড়ানোর বিষয়ে ড্রাইভারদের পক্ষে মত তুলে ধরেন। টিএলসির আইনজীবীও শুনানি করেন।
উল্লেখ্য, টিএলসির ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ওপর উবার মামলা করে। ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী ৩১ জানুয়ারি। আদালত সেটি এগিয়ে এনে ৬ জানুয়ারি শুনানি করেন।