অ্যাপার্টমেন্ট থেকে তরুণের লাশ উদ্ধার : বান্ধবীকে পাওয়া গেল অচেতন অবস্থায়

ঠিকানা রিপোর্ট : দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক-এর প্রধান উপদেষ্টা ও সঙ্গীতশিল্পী হাফিজুর রহমানের বড় ছেলে পুলক ইন্তেকাল করেছেন। নিউইয়র্কের জ্যামাইকার অ্যাপার্টমেন্ট বাসা থেকে গত ১৮ নভেম্বর শুক্রবার মৃত অবস্থায় পুলকের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ১৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে পুলক মারা যান। অ্যাপার্টমেন্ট থেকে তার বান্ধবীকেও অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। তাকে এনওয়াইপিডি পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তার বয়স হয়েছিল আনুমানিক ২১। পুলকের ছোট আরো দুই ভাই রয়েছে। ছেলের আকস্মিক মৃত্যুতে মা ও বাবা পাগল প্রায়। কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।
হাফিজুর রহমান একসময় সপরিবারে নিউইয়র্ক সিটিতে বসবাস করতেন। কয়েক বছর ধরে তিনি নিউইয়র্কের বাফেলোতে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুত্র পুলক একাই নিউইয়র্কের বাসায় থাকতের। ধারনা করা হচ্ছে, একদিন আগেই পুলক বাসায় হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খুঁজছে পুলিশ । কোন খোঁজ খবর না পেয়ে পুলিশ শুক্রবার বাসা থেকে পুলকের মরদেহ উদ্ধার করে। এদিকে সন্তানের মৃত্যুর খবর শুনে পাগল প্রায় হাফিজুর রহমান বাফেলো সিটি থেকে নিউইয়র্ক সিটিতে ছুটে আসেন।
পুলকের মরদেহ বাফেলো নিয়ে যাওয়ার পর সেখানে দাফন করার কথা রয়েছে। গত ২০ নভেম্বর রোববার জ্যামাইকা মুসলিম সেন্টারে পুলকের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মুসলিম সেন্টারের খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। হাফিজুর রহমানের বড় ছেলের অকাল মৃত্যুতে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় পুলকের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সকলের কাছে দোয়া চেয়ে বলেন, রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং তার পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করেন। সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার কথা জানান তারা।
পুলকের অকাল মৃত্যুতে কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন। মূলধারার রাজনীতিক, বিশিষ্ট ব্যবসায়ী ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা একেএম নূরুল হক, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ১৬ ড্রিম ফাউন্ডেশন ইউএস’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী হোসেন প্রমুখ শোক প্রকাশ করেন।