ঠিকানা ডেস্ক : হলিউডের সাবেক তারকা জুটি অ্যাম্বার হার্ড ও জনি ডেপের বিরোধ এখন আর কারও অজানা নয়। সাম্প্রতিক সময়ে তাদের পারস্পরিক দ্বন্দ¦ চরমে ঠেকেছে। ভালোবেসে বিয়ের পর ২০১৬ সালে ভেঙে যায় তাদের সংসার। সেই বিচ্ছেদের জেরে এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন জনি ডেপ। বাংলাদেশি হিসেবে অঙ্কটা প্রায় ৪২০ কোটি টাকা।পাইরেটস অব ক্যারিবিয়ান তারকা জনি ডেপের সঙ্গে অ্যাম্বারের প্রথম পরিচয় হয় ২০১১ সালে। সেখান থেকেই প্রেমের শুরু। ২০১৫ সালে সে প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। সে সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৬ সালে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার হার্ড। সে অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন ডলার দিয়ে ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন জনি ডেপ। এরপর তারা আদালতের কাছে প্রতিজ্ঞাও করেন ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন নিয়ে লোকপ্রকাশ্যে কোনো ধরনের আলোচনা করবেন না। কিন্তু গত বছর সে প্রতিজ্ঞা ভঙ্গ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জনি ডেপের বিরুদ্ধে আবারও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী। সে কারণেই ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে আদালতে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপ‚রণ চেয়ে মানহানির মামলা করলেন জনি ডেপ। তার ব্যক্তিগত আইনজীবী বলেন, ডেপ কখনও হার্ডকে নির্যাতন করেননি। ২০১৬ সালে তার আনা এ অভিযোগ মিথ্যা। তার পক্ষে প্রচারণা আর নিজের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য এই মিথ্যা পরিকল্পনার আশ্রয় নেওয়া হয়েছিল।
- বিজ্ঞাপন -