অ্যালেকের বিশ্বাস, তাকে দোষারোপ করা হবে না!

ঠিকানা অনলাইন : হলিউড সিনেমা ‘রাস্ট’ এর শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ (নকল বন্দুক) থেকে ছোড়া গুলি লেগে মৃত্যু হয় হলিউডের ৪২ বছর বয়সী নারী চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। সম্প্রতি ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে অ্যালেক ট্রিগার চাপাতেই গুলিতে মৃত্যু হয়েছে হাটচিনসের। তবে অভিনেতার বিশ্বাস, এই বিষয়ে কর্তৃপক্ষ তাকে দোষারোপ করবে না।

সম্প্রতি সিএনএন-এ দেয়া সাক্ষাৎকারে অ্যালেক বল্ডউইন বলেছেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, তদন্তকারীরা বলবেন যে এটা শুধুই দুর্ঘটনা।’

বল্ডউইন আরও জানিয়েছেন, তিনি একজন তদন্তকারী নিয়োগ করেছেন যেন সেদিন তার সঙ্গে যা ঘটেছিল সেটা প্রমাণ করতে পারেন। তার বিশ্বাস এই ঘটনায় তাকে দোষারোপ করা হবে না।

এফবিআই-এর নতুন ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, কেউ ট্রিগার না টানলে পিস্তল থেকে গুলি বের হওয়া সম্ভব নয়। সেদিনের ঘটনায় ট্রিগার টানা হয়েছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছে।

২০২১ সালের ডিসেম্বরে ‘গুড মর্নিং আমেরিকা’য় প্রকাশিত এক সাক্ষাৎকারে অ্যালেক বল্ডউইনকে জিজ্ঞেস করা হয়েছিল স্ক্রিপ্টে না থাকা সত্ত্বেও তিনি কেন ট্রিগার টেনেছিলেন? উত্তরে তিনি বলেন, ‘ট্রিগারটি টানা হয়নি, আমি ট্রিগার টানিনি। আমি কখনই কারো দিকে পিস্তল তাক করে ট্রিগার টানবো না, কখনই না।’

২০২১ সালের অক্টোবরে নিউ ম্যাক্সিকোতে ‘রাস্ট’ এর শুটিং চলাকালে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় পরিচালক জোয়েল সৌজাও আহত হয়েছিলেন। ঘটনার পরে আইনি ঝামেলায় পড়তে হয়েছে অভিনেতাকে। সূত্র: হলিউড রিপোর্টার

ঠিকানা/এসআর