ঠিকানা রিপোর্ট: অ্যাসাইলাম আবেদনের ক্ষেত্রে নতুন রুল কার্যকর করা হচ্ছে। গত মে মাস থেকে শুরু হলেও ওই সময়ে পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এখন কেস বাই কেস বাস্তবায়ন করা হচ্ছে। এতে অনেকেই সুবিধা পাবেন। আবার অনেকেই সব নথিপত্র না থাকার কারণে বা সময় মতো প্রয়োজনীয় নথিপত্র দিতে না পারার কারণে অ্যাফেক্টেড হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রে যারা বিভিন্ন ভাবে কিংবা বর্ডার দিয়ে প্রবেশ করে তাদের ইন্টারভিউ নেয়া হয়। ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউতে যারা পাস করবেন তাদেরকে কোর্টে পাঠানো হবে না। আর যারা ইন্টারভিউতে পাস করবেন না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোর্টে পাঠানো হবে। এর লক্ষ্য যাদের আবেদন গ্রহণযোগ্য কিংবা অনুমেদন করার জন্য গ্রাউন্ড রয়েছে সেই সব কেস অনুমোদন দিবে আর যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলো যাতে দ্রুত অপসারণ করা যায় সেই উদ্যোগ নিয়েছে। কোন কেস যাতে দীর্ঘ দিন পরে না থাকে সেই জন্য এই ক্যাটাগরীর আবেদন দ্রুত করার চেষ্টা করছে।
বর্ডার দিয়ে যারা এখানে আসেন তাদেরকে সাতটি সিটির মধ্যে কোনটিতে যেতে চান তাদের কাছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়। তখন ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ (সিএফআই) হয় ইন্টারভিউতে পাস করলে তাকে কোর্টে পাঠানো হবে না। পাস না করলে কোর্টে পাঠানো হবে। যারা পাস করবেন ইন্টারভিউতে তাদেরকে নতুন করে অ্যাসাইলাম আবেদন করতে হবে না। প্রথম যে আবেদনটি করবেন সেটিও অ্যাসলাইম আবেদন হিসাবে বিবেচনা করা হবে।
আগে ইন্টারভিউ পাস করলে কিংবা না করলেও ইন্টারভিউ নেয়ার পর কোর্টে পাঠানো হতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু এখন যারা পাস করবেন তাদের পাঠানো হবে না। যারা পাস করবেন তাদের আবেদনের স্বপক্ষে সকল নথিপত্র জমা দিতে হবে। এইজন্য ২১ দিন সময় পাবেন। ২১দিন পর ফের ইন্টারভিউ হবে। সেখানে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।
যদিও এটি ডকুমেন্ট কালেকশনের জন্য কম সময় বলে এটর্নীদের কেউ কেউ মনে করছেন। এই জন্য যারা কাগপত্র দিতে পারবেন তাদের কথা ভিন্ন। যারা কাগজ পত্র দিতে পারবেন না তাদের আবেদন কোর্টে পাঠানো হতে পারে। সেখানে শুনানী হবে। সেইখানে সিদ্ধান্ত হবে। ফলে একদিকে অ্যাসাইলাম আবেদন আরো দ্রুত নিস্পত্তি হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ইমিগ্রেশন বিষয়ে দীর্ঘদিন ধরে ল’ ফার্মে কর্মরত মোহাম্মদ এন. মজুমদার (মাস্টার অ্যাট ল’) বলেন, অ্যাসাইলাম আবেদন যারা করছেন তাদেরকে সব সময় মনে রাখতে হবে, তাকে তার কেসের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট কাছে রাখতে হবে ও সময় মতো জমা দিতে হবে। তা দিতে না পারলে কেসের উপর এর প্রভাব পড়তে পারে। এছাড়া ২১ দিন পর যে ইন্টারভিউ নেওয়ার নিয়ম চালু হওয়ায় অনেক কেস দ্রুত নিস্পত্তি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি ভাল বলবো। নতুন রুলের কারণে একজন আবেদনকারী প্রাথমিক ইন্টারভিউ দেওয়ার পর এখন দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে না।
তিনি জানান, ইউএসসিআইএস থেকে আই-৫৮৯ এবং আই-৭৬৫ ফর্মের সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে ৭ সেপ্টেম্বর। এর আগে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ০৭/২৬/২২ তারিখে ফর্ম আই-৫৮৯, অ্যাসাইলামের জন্য আবেদন এবং অপসারণের জন্য আবেদন, এবং ফর্ম আই-৭৬৫, নিয়োগ অনুমোদনের জন্য আবেদনের সংশোধিত সংস্করণ প্রকাশ করে।
উল্লেখ, ৭ নভেম্বর, ২০২২ থেকে কার্যকর, ইউএসসিআইএস শুধুমাত্র ফর্ম আই-৫৮৯ এবং ফর্ম আই-৭৬৫-এর ০৭/২৬/২২ সংস্করণগুলি গ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত, আবেদনকারী হয় নতুন সংস্করণ জমা দিতে পারেন, অথবা ফর্ম আই-৫৮৯ (তারিখ ০৮/২৫/২০) এবং ফর্ম আই-৭৬৫ (তারিখ ০৫/৩১/২২ এবং ০৮/২৫/২০) এর আগের সংস্করণগুলি জমা দিতে পারেন। সংস্করণের তারিখটি পৃষ্ঠার নীচে ফর্ম এবং তার সাথে নির্দেশাবলীতে সব বলা হয়েছে। সেই নির্দেশাবলী তাদেরকে অনুসরণ করবে হবে।
ইউএসসিআইএস অ্যাসাইলামওয়ার্কস সিদ্ধান্ত মেনে ফর্ম আই-৫৮৯ এবং ফর্ম আই-৭৬৫-এর সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে।