অ্যাসালের মিডিয়া ডিনার অনুষ্ঠিত

নিউইয়র্ক : অ্যাসালের নেতৃবৃন্দের শপথ গ্রহণ। 

ঠিকানা রিপোর্ট : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর পঞ্চম মিডিয়া ডিনার অনুষ্ঠিত হলো গত ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যামাইকার থমাস বেরি প্লেস মিলনায়তনে। নিউইয়র্কের বাংলাদেশি মিডিয়ার সম্মানে অ্যাসালের মিডিয়া আয়োজিত এ অনুষ্ঠানে মিডিয়ার প্রতিনিধি ছাড়াও অংশ নেন নিউইয়র্ক স্টেট ও সিটির বেশ কয়েকজন প্রতিনিধি।
অ্যাসালের প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার এড্রিন অ্যাডমস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, জেসিকা রামোস, টবি অ্যান স্ট্যাভিসকি, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার, ক্যাটেলিনা ক্রুজ, নাথালিয়া ফার্নান্দেজ, স্টিভ রাগা, স্থানীয় ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিল মেম্বার জেমস এফ জেনারো, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার বল্ডিও।

নিউইয়র্ক : অ্যাসালের নেতৃবৃন্দের শপথ গ্রহণ। 


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসাল’র ন্যাশনাল সেক্রেটারি মো. করিম চৌধুরী। এছাড়া শুভেচ্ছা বক্তব্যে মাফ মিজবাহ উদ্দিন অ্যাসালের প্রতিষ্ঠা এবং এর বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। তিনি পরিচয় করিয়ে দেন নিউইয়কর্ স্টেট ও সিটির নেতৃবৃন্দকে। স্থানীয় মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ্য করেন।
কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ৫১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটির কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান। এর আগে তিনি তার বক্তব্যে ভূয়সী প্রশংসা করেন অ্যাসালের বিভিন্ন কর্মকাণ্ডের।

নিউইয়র্ক : অ্যাসালের অনুষ্ঠানে সুধী।


তিনি বলেন, অ্যাসাল নিউইয়র্কের বাংলাদেশিসহ সাউথ এশিয়ান আমেরিকানদেরকে মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছে। যার ফলশ্রুতিতে নিউইয়র্কে বিভিন্ন পর্যায়ে সাউথ এশিয়ান নেতৃত্ব উঠে এসেছে এবং তা অব্যাহত থাকবে ভবিষ্যতে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জমিলা উদ্দিন, নবগঠিত কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট কাজী ফরিদ আহমেদ, সেক্রেটারি হারজিত মিনাহাজ ও প্রফেসর মহসিন পাটোয়ারী।
আমন্ত্রিত বাংলাদেশি মিডিয়ায় সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাফ মিসবাহ উদ্দিন। তিনি বলেন, মিডিয়ার কারণেই বাংলাদেশি কমিউনিটি অতি দ্রুত রাজনৈতিক সচেতন হয়ে উঠছে। বাংলাদেশি আমেরিকান কমিউনিটির আর্থ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশি মিডিয়া।
মিডিয়ার পক্ষ থেকে অ্যাসালকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও ইউএসএ নিউজঅনলাইন সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম।