ঠিকানা রিপোর্ট : বাহারি রঙের বেলুন আর অপূর্ব সব ফুলে সাজানো কুইন্সের সিটি ফিল্ড ঘেঁষা প্রখ্যাত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্তোরাঁ। ১৪ আগস্ট রোববার সূর্য পশ্চিমাকাশে কিছুটা হেলে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে একে একে হাজির হন আমন্ত্রিত অতিথিরা। উদ্দেশ্য নতুন প্রজন্মের বাংলাদেশিদের অহংকার ও গর্ব রাশেদ মজুমদারকে সংবর্ধনা ও অভিনন্দন জানানো। প্রখ্যাত আইনজীবী ও কমিউনিটির জনপ্রিয় মুখ এন মজুমদারের সুযোগ্য পুত্র রাশেদ মজুমদার সম্প্রতি ল’ স্কুল গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। শুধু তা-ই নয়, গ্র্যাজুয়েশন সম্পন্ন করেই তিনি ব্রঙ্কসের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে যোগদান করেছেন। মেধাবী এই তরুণের এমন উজ্জ্বল সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাক্সক্ষীদের পক্ষ থেকে এই সংবর্ধনা। সন্তানের এমন আসাধারণ অর্জনে গর্বিত তার মা-বাবাও।

ওইদিন দুপুর দেড়টায় রাশেদ ও তার পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বরণের মধ্য দিয়ে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। সঙ্গে পরিবেশন করা হয় হালকা নাশতা ও পানীয়। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে সবাইকে নিয়ে ফটোসেশন করা হয়। বেলা দুইটায় পরিবারের সদস্য ও অতিথিদের পক্ষ থেকে রাশেদ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মজুমদার পরিবারের সদস্য ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণি-পেশার তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়ে রাশেদ মজুমদারের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সম্মানিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তার পিতা অ্যাডভোকেট এন মজুমদার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, রাশেদ অত্যন্ত বিনয়ী ও মেধাবী। হিংসা-বিদ্বেষ বা লোভ তার মধ্যে নেই। সহজ-সরল জীবনযাপনে বিশ্বাসী। রাশেদের জন্য উপস্থিত সবার নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করে তিনি বলেন, সে যেন কর্মজীবনে জনবান্ধব আইন প্রতিষ্ঠায় আরো বড় পরিসরে ভূমিকা রাখতে পারে।

এমন বিরল সম্মান পেয়ে অভিভূত সংবর্ধিত রাশেদ মজুমদার বলেন, আমার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও কমিউনিটির মান-মর্যাদা বৃদ্ধি করে আইন পেশায় আরো ভালো করতে সবার দোয়া চাই। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
রাশেদ মজুমদারের প্রাঞ্জল বক্তব্যের পরে শিল্পী নিয়ামুক চৌধুরী সংগীত পরিবেশন করেন। তার সংগীতের সাথে সাথে একটি মনোজ্ঞ স্লাইড শো উপস্থাপিত হয়। এরপর মধ্যাহ্নভোজন, কেক কাটা এবং মজুমদার পরিবারের নবীনদের আনন্দমুখর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এই বর্ণিল আয়োজনের। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব দিমা নেফারতিতি।