ঠিকানা অনলাইন : বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১১ জানুয়ারি। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পুলিশপ্রধানের মেয়াদ দেড় বছর বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
৯ জানুয়ারি সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেন।
বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২১ সালের ১৮ অক্টোবর গ্রেড-১ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার এর মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তাকে।
সেই চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আবারও দেড় বছর পুলিশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করবেন। সেই হিসাবে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় তিনিই থাকবেন পুলিশের মহাপরিদর্শক হিসেবে।
ঠিকানা/এনআই