
ঠিকানা অনলাইন : অনেক দিন ধরেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। এবার আইপিএলে তার ব্যাটে রচিত হলো ইতিহাস। রাজস্থান রয়্যালসের ২১ বছর বয়সী ব্যাটার গড়লেন টুর্নামেন্টে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড।
১১ মে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৩ বলে ফিফটি করেন এই বাঁহাতি ব্যাটার। এই কীর্তির পথে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকান জয়সওয়াল। এদিন জয়সওয়াল ভেঙেছেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের ১৪ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড অবশ্য ১২ বলের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে যে কীর্তি গড়েছিলেন যুবরাজ সিং। এখনো টিকে আছে তা।
এদিন জয়সওয়ালের দাপুটে ব্যাটিংয়ে কলকাতার ১৫০ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজস্থান।
স্বাগতিকদের দেওয়া ১৫০ রানের লক্ষ্য ৪১ বল হাতে রেখেই ছুঁয়েছে দলটি। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত জয়সওয়াল ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন। ১২টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি। অন্য প্রান্তে সাঞ্জু স্যামসন ২৯ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয়সওয়াল।
ঠিকানা/এনআই