
ঠিকানা রিপোর্ট: ফ্লোরিডায় বসবাসরত ব্যবসায়ী এবং যুব লীগের সহসভাপতি আইয়ুব আলীকে গত ১৭ জুলাই তার দোকানে এক কৃষ্ণাঙ্গ মাথায় গুলি করে হত্যা করে। ফ্লোরিডার বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টাইরন ফিল্ডস জুনিয়র নামের ১৯ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ যুবক গত ২০ জুলাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ২১ জুলাই শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক আটকাদেশ দিয়ে তাকে ব্রাউয়ার্ড কাউন্টি জেলে পাঠিয়েছেন। টাইরন ফিল্ডস জুনিয়রের বিরুদ্ধে অদালতে হত্যা ও সশস্ত্র ডাকাতির দুটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ফ্লোরিডার পুলিশ বিভাগ। আইয়ুব আলীর দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ঘাতকের সন্ধানে তিন হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল। টাইরন ফিল্ডস জুনিয়রের ছবি এবং ওই ভিডিও প্রচার করে তাকে ধরিয়ে দিতে জনসাধারণের সহযোগিতাও চাওয়া হয়েছিল। গত ২০ জুলাই শুক্রবার দুপুরে দক্ষিণ ফ্লোরিডার একটি মসজিদে নামাজে জানাজার পর আইয়ুব আলীকে স্থানীয় মুসলিম গোরস্থানে দাফন করা হয়। এর পরপরই টাইরন ফিল্ডস জুনিয়রের আত্মসমর্পণের খবর দেয় পুলিশ বিভাগ।
এদিকে অন্য এক খবরে জানা গেছে, নিহত বাংলাদেশি আইয়ুব আলীর দুই সন্তান ইলামা আর রাহাত পাঁচ মাস আগে মার্জোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে এক গুলির ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি সাবেক এক ছাত্র অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে। তাতে প্রাণে বেঁচে যায় আইয়ুব আলীর দুই সন্তান কিন্তু ৫ মাস পর তাকে প্রাণ দিতে হলো অন্য এক দুর্বত্তের গুলিতে।
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর গ্রাম থেকে ২২ বছর আগে যুক্তরাষ্ট্রে এসে গত দশ বছর ধরে ফ্লোরিডার নর্থ লডারডেল সিটির ১৬৯১ সাউথ স্টেট সড়কে ‘আন্ট মলি’জ ফুড স্টোর নামে একটি দোকান চালিয়ে আসছিলেন প্রবাসী এই বাংলাদেশি। গত ১৭ জুলাই মঙ্গলবার দুপুরে সে দোকানেই মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়।
আইয়ুব আলী গত বছর পার্কল্যান্ড এলাকায় একটি বাড়ি কিনে তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সেখানেই থাকছিলেন। বাড়িটিতে এখন কেবলই শোকের মাতম।
শোক প্রকাশ ও দ্রুত বিচার দাবি
সন্ত্রাসীর গুলিতে ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ গভীর শোক পূর্বক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়া ঢাকা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া আরও শোক প্রকাশ করেছেন- মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, লুৎফর করিম, ডা. মো. আলী মানিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদিকা আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রবাসীকল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, যুব ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, উপ-প্রচার সম্পদক তৈয়বুর রহমান টনি, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু প্রমুখ।