আকাশে বিরল চাঁদ

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : পশ্চিম আকাশে সরু চাঁদ, তার নিচে আলোকবিন্দু। ২৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় এমনই এক বিরল দৃশ্য দেখেছেন বাংলাদেশের মানুষ। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সেই আলোকবিন্দু চাঁদের নিচে অবস্থান করে। এরপর ধীরে ধীরে সেটি চাঁদ থেকে দূরে সরে যায়।

এদিকে বিরল এ দৃশ্য দেখে অবাক হয়ে অনেকেই তা ক্যামেরাবন্দী করেছেন। কৌতূহলের সঙ্গে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গত ১ মার্চ থেকেই বৃহস্পতি ও শুক্র গ্রহ খুব কাছাকাছি অবস্থান করছে। বিভিন্ন দেশে রাতের আকাশে দেখা যাচ্ছে দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।

নাসার পক্ষ থেকে আরও বলা হয়, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকায় কখনো একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। কিন্তু বাস্তবে গ্রহগুলো একে অপর থেকে অনেকটা দূরেই অবস্থান করে।

বিশেষজ্ঞরা বলছেন, চাঁদের ওপর দিয়ে শুক্র পার হয়ে গেছে। এখন চাঁদের উত্তর দিকে শুক্র অবস্থান করছে। পরের দিনই অবশ্য এই অবস্থান কিছুটা পরিবর্তিত হবে। চাঁদ সামান্য প্রশস্ত (১২%) হবে। অন্যদিকে শুক্রের আরও উপরে এবং সামান্য বাঁ দিকে সরে যাবে। ফলে এতটা কাছাকাছি দেখার সুযোগ পাওয়া যাবে না।

ঠিকানা/এনআই