আগামী অর্থবছরে সর্বজনীন পেনশন, সুবিধা পাবেন প্রবাসীরাও

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, নতুন অর্থবছর থেকেই চালু হতে পারে সর্বজনীন পেনশন কর্মসূচি, যার আওতায় থাকবেন প্রবাসীরাও। ১ জুন বৃহস্পতিবার বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এই পেনশন-ব্যবস্থা প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। শিগগির একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এ কর্তৃপক্ষকে কার্যকর করা হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়স পর্যন্ত একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দিলে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি বলেন, ৭৫ বছরের আগে পেনশনে থাকাকালে কেউ মারা গেলে তার নমিনি বাকি টাকা পাবেন এবং চাঁদা দেওয়ার ১০ বছরের মধ্যে কেউ মারা গেলে মুনাফাসহ নমিনিকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থঋণ হিসেবে নেওয়া যাবে। নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। মাসিক পেনশনের অর্থ আয়করমুক্ত থাকবে।

তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকেই সর্বজনীন পেনশন-ব্যবস্থা চালু করার কোনো প্রস্তুতি এখন পর্যন্ত সরকারের নেই। কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যসহ ১৬ সদস্যের যে পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার কথা, তা হয়নি এখনো। তা ছাড়া তহবিল কর্মসূচির জন্য যে বিধিমালা তৈরি হওয়া দরকার, তাও এখনো হয়নি।

ঠিকানা/এনআই