আগামী এক বছরের মধ্যেই বাসযোগ্য হবে পূর্বাচল সিটি

রাজধানী ডেস্ক : আগামী এক বছরের মধ্যেই রাজধানীর পাশের নতুন শহর পূর্বাচল প্রকল্প সম্পূর্ণ বসবাসের উপযোগী করার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। এ জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম অতি দ্রুততার সঙ্গে মানসম্পন্ন বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। বসবাস উপযোগী করতে কি কি পদক্ষেপ নেয়া হচ্ছে ও তা সঠিকভাবে মান রক্ষা করে নির্মাণ করা হচ্ছে কি না তাও নিয়মিত মনিটরিংয়ের উদ্যোগ নেন গণপূর্তমন্ত্রী।

ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই যেকোনো মূল্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে একান্ত সাক্ষাতকারে গণপূর্তমন্ত্রী জানান। প্রকল্পের মেয়াদ ’২০ সালের জুন পর্যন্ত থাকলেও ইতোমধ্যেই নির্দিষ্ট সময়ের আগেই শহরটিকে বসবাসের উপযোগী করতে নতুন মন্ত্রী শপথ গ্রহণের পরপরই প্রকল্পের কাজের গতি বৃদ্ধিতে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে রাজউক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। একই সঙ্গে মন্ত্রীও মেয়াদের আগেই ঘোষিত সময়ের মধ্যেই যেন প্রকল্পের কাজ শেষ করা হয় সে জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। এর পরপরই নড়েচড়ে বসেছে রাজউক ও পূর্বাচল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদাররা।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী এক বছরের মধ্যেই পূর্বাচলের কমপক্ষে ৮০ ভাগ জায়গা বসবাসের, ব্যবহারোপযোগী করে গড়ে তোলা হবে। যেসব স্থান বা প্লট গ্রহীতারা এখনও বুঝে নেননি সেসব প্লট বুঝে নেয়ার পর পরে ওসব জমিতে কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে প্রকল্প পরিচালকের কাছ থেকে সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে অগ্রগতি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে বলে জানা গেছে। নতুন শহর পূর্বাচল প্রকল্প সম্পর্কে গণপূর্তমন্ত্রী বলেন, বরাদ্দ বুঝে পেয়েছেন এমন সব প্লট গ্রহীতা যাতে পূর্বাচলে স্থায়ীভাবে বসবাস করতে পারেন এ জন্য রাস্তাঘাট, মসজিদ, বিদ্যুৎ, পানিসহ সব ধরনের ইউটিলিটি সুবিধাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রদান করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে রাজউককে নির্দেশ দেয়া হয়েছে।