আগামী বছর থেকে ১৪ লাখ দক্ষ অভিবাসী নেবে কানাডা

ঠিকানা রিপোর্ট : কানাডা আগামী বছর থেকে প্রথমবারের মতো দক্ষ অভিবাসী নেবে। এটি দেশের যে অঞ্চলে সবচেয়ে বেশি কর্মীর প্রয়োজন সেখানে সবচেয়ে দক্ষ আবেদনকারীদের চেরি বাছাই করার অনুমতি দেবে।
ফেডারেল অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার গত ২ নভেম্বর বুধবার এক সাক্ষাৎকারে বলেন, যেসব প্রদেশ বিদেশি স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র যাচাই সহজ করবে সেখানে আরও ডাক্তার ও নার্স নেয়ার উপর গুরুত্ব দেয়া হবে।
ফ্রেজার বলেন, ‘আমরা ড্র শুরু করতে পারি। এটি আমাদের অভিবাসীরা যে সেক্টরে কাজ করে এবং কানাডার যে অংশে যাচ্ছে সে অনুযায়ী কর্মী বাছাই করার অনুমতি দেবে। এর মানে আমরা আরও স্বাস্থ্যসেবা কর্মীদের স্বাগত জানাতে সুযোগ পাব।’
কানাডায় অর্থনৈতিকভাবে লাভজনক অভিবাসী প্রার্থীদের ভাষা, শিক্ষা এবং অন্যান্য দক্ষতার উপর ভিত্তি করে র‌্যাঙ্ক করা হয়। যাদের সামগ্রিক স্কোর সর্বোচ্চ তাদের স্থায়ী বসবাসের জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়।
এই পরিবর্তন কানাডাকে নির্দিষ্ট দক্ষতা এবং সেক্টরের জন্য বা যারা নির্দিষ্ট অঞ্চলে চলে যাবে তাদের বাছাই করার অনুমতি দেবে।
বর্তমানে কানাডায় শ্রমিকের তীব্র অভাব রয়েছে। চাকরির শূন্যপদের সর্বসাম্প্রতিক উপাত্ত অনুযায়ী, আগস্ট মাসে কানাডায় ৯ লাখ ৫৮ হাজার ৫০০টি পদ খালি এবং ১.০ মিলিয়ন বেকার লোক ছিল।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার চলতি সপ্তাহে তার অভিবাসন লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে বলেছে, আগামী তিন বছরে সাড়ে ১৪ লাখ (১.৪৫ মিলিয়ন) নতুন স্থায়ী বাসিন্দা আনা হবে। এই সময়ের মধ্যে টার্গেটেড ড্র কানাডার ফেডারেল ‘উচ্চ দক্ষ’ বিভাগের অধীনে হবে এবং নতুন অভিবাসী হবে প্রায় ২১.১ শতাংশ।
ব্যবসায়ী গ্রুপগুলো বলেছে, সরকারকে ঐতিহাসিক শ্রম ঘাটতি মোকাবেলায় বিভিন্ন সংস্থাকে সহায়তা করার জন্য অভিবাসন বিষয়ে আরও কিছু করতে হবে।
কানাডার স্বাস্থ্যসেবা খাত কোভিড-১৯ মহামারি এবং নার্সিং ঘাটতির চাপে ভুগছে। তবে দেশটিতে স্বাস্থ্যসেবা কর্মী বিশেষ করে অনেক বিদেশি-প্রশিক্ষিত ডাক্তার এবং নার্সকে স্বীকৃতি দেওয়া নিয়ে বেশ জটিলতা রয়েছে। এ কারণে অনেকে কাজ করতে পারেন না। বিভিন্ন প্রদেশ কানাডায় স্বাস্থ্যসেবার এ অবস্থার জন্য জন্য দায়ী।
ফ্রেজার বলেন, ‘আমি স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য টার্গেটেড ড্র পরিচালনা করতে আগ্রহী নই এবং তাদের পেশা অনুশীলনের অনুমতিও দেওয়া হবে না।
তিনি বলেন, ফেডারেল সরকার একটি পরিষ্কার পথ নিশ্চিত করতে প্রদেশগুলোর সাথে কাজ করবে এবং স্থানান্তর সহজ করে এমন প্রদেশগুলোর জন্য টার্গেটেড ড্র নিয়ে এগিয়ে যাবে।
অভিবাসনের মাত্রা রেকর্ড উচ্চতায় উঠে যাওয়ায় ইতিমধ্যে নতুনরা কোথায় বাস করবে তা নিয়ে প্রশ্ন উঠছে। কানাডা ইতিমধ্যে আবাসন সংকটের মুখোমুখি।