আগাম ভোট ১৭-২৫ জুন প্রাইমারি ২৭ জুন

ঠিকানা রিপোর্ট : আবার ভোটযুদ্ধ শুরু হচ্ছে নিউইয়র্ক সিটিতে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, সিভিল কোর্ট, জুডিশিয়াল কনভেনশনের ডেলিগেট, অলটারনেট ডেলিগেট, কাউন্টি কমিটি, ডিস্ট্রিক্ট লিডার পদ ছাড়াও সব সিটি কাউন্সিলে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। গত বছরের মতো এবারও চয়েস পদ্ধতিতে ভোট হচ্ছে। জানা গেছে, এবারের সিটি কাউন্সিল প্রাইমারিতে দুই বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ এর বর্তমান সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ পুর্ননির্বাচন করছেন।
কুইন্সের ডিস্ট্রিক্ট ২৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিটির পরিচিত মুখ রুবাইয়া রহমান। ভোটযুদ্ধে থাকছেন বাংলাদেশিদের পরিচিত মুখ মেলিন্ডা কাটজ। তিনি পুর্ননির্বাচন করছেন এই পদের জন্য।
এদিকে প্রাইমারি নির্বাচন আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে। তবে যারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য আর্লি বা আগাম ভোট শুরু হবে আগামী ১৭ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। এসব ভোট ৫ বরোতে কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে হবে বলে জানা গেছে। যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য অনলাইনে বা ডাকযোগে ভোট দেয়ার সুযোগ থাকছে। এর জন্য ঐ ভোটারকে নির্দিষ্ট ১২ জুনের মধ্যে অ্যাবসেন্টি ব্যালটের জন্য আবেদন করতে হবে।
এদিকে আগামী প্রাইমারি নির্বাচনকে কেন্দ্র করে ভোটার রেজিস্ট্রেশনেও তৎপরতা চলছে। নতুন ভোটারকে অবশ্যই ১৭ জুনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। নতুবা তারা প্রাইমারিতে ভোট দিতে পারবেন না। নতুন বা পুরাতন ভোটাররা ভোট কেন্দ্রের ঠিকানা জানতে ভিজিট করুন- findmypollside.vote.nyc.