আঞ্চলিক সংস্থা কবে?

স্পোর্টস রিপোর্ট : এরই মধ্যে টেস্ট মর্যাদা প্রাপ্তির দেড় যুগ পেরিয়েছে বাংলাদেশ। রাজধানীকেন্দ্রিক ক্রিকেটের বিকেন্দ্রীকরণ নিয়ে কথা হয়েছে বিস্তর। আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাঠামো গঠন হচ্ছে- হবে করে কেটে গেছে ১৮ বছর। শুধু কথার ফুলঝুরি আর প্রতিশ্রুতির মধ্যেই আটকে আছে আঞ্চলিক সংস্থার গঠন প্রক্রিয়া। অতীতের মতোই গত ১৮ এপ্রিল বোর্ডসভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের অগ্রগতির কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন নিয়ে কোনো ইতিবাচক খবর এখনো মিলছে না।
বারবার ঘোষণা দেয়া সত্ত্বেও কেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন প্রক্রিয়া এখনো থেমে আছে? এ নিয়ে অনেক অজুহাতই দিয়েছে বিসিবি। আঞ্চলিক সংস্থা গঠনের প্রতিবন্ধকতা হিসেবে বলা হয়েছিল মাঠ নিয়ে মামলার কথা। এখন বলা হচ্ছে, বিভাগগুলোর নিজস্ব স্টেডিয়াম না থাকার কারণে এ বিলম্ব।
বাংলাদেশে সাতটি বিভাগ। তবে বিসিবির আঞ্চলিক সংস্থার তৈরির পরিকল্পনায় আছে চারটি বিভাগ (রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট)। এ বিভাগগুলোর প্রতিটিরই নিজস্ব আন্তর্জাতিক মানের ক্রিকেট অবকাঠামো ও স্টেডিয়াম রয়েছে। এ বিভাগগুলোতে প্রায় নিয়মিতভাবেই অভ্যন্তরীণ লিগ থেকে শুরু করে জেলা লিগগুলোও হচ্ছে। তার পরও আঞ্চলিক ক্রিকেট এ্যাসোসিয়েশন গঠন নিয়ে কোনো হেলদোল নেই বিসিবির।
এ নিয়ে বিসিবির ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘আমরা চেষ্টা করছি। আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের জন্য সব থেকে বড় যে সমস্যার নাম মাঠ। বিভাগগুলোর নিয়ন্ত্রণে থাকে মাঠ। এসব মাঠ নানা কাজে ব্যবহূত হয়। তাই শুধু ক্রিকেটের জন্য বিভাগ থেকে আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠনের জন্য কেউ নিয়ন্ত্রণ হারাতে চায় না। তবে আমরা এখনো ইতিবাচক রয়েছি। বিভাগগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এবার আশাবাদী।’
চট্টগ্রাম জেলা কোটায় নির্বাচিত বিসিবি পরিচালক ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে খেলার বিকেন্দ্রীকরণ করতে বোর্ড বদ্ধপরিকর। আমরা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। আমার বিভাগে মাঠ নিয়ে কোনো সমস্যা নেই। সুযোগ-সুবিধাও ভালো মানের। বোর্ড আমাকে কোনো পরিকল্পনা দিলে আমি সহায়তা করতে প্রস্তুত রয়েছি।’
ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আসলে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হলে দেশের ক্রিকেটেরই লাভ। আমরা পরিচালকরাও চাই দেশের ক্রিকেট এগিয়ে যাক। বোর্ড সভাপতি এ নিয়ে বেশ ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ওয়ার্কিং কমিটিকে। বিলম্বিত হলেও আঞ্চলিক ক্রিকেট কাঠামো গঠিত হবে।’